কাঁথি স্টেশনে আটক বীরভূমের ৯ নির্মাণ কর্মী

0
39

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

বীরভূমের ৯ জন নির্মাণ শ্রমিক পূর্ব মেদিনীপুরের কাঁথি স্টেশনে আটক করল পুলিশ। পূর্ব মেদিনীপুরের দিঘাতে রাজমিস্ত্রি কাজ করতে এসে লকডাউনের কারণে সেখানেই আটকে পড়েন তাঁরা। তাই তারা রেললাইনের উপর দিয়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন । কিন্তু মাঝপথেই তাঁদের আটকে দিল রেল পুলিশ।

Workers | newsfront.co
নিজস্ব চিত্র

রেলস্টেশনের উপর দিয়ে হেঁটে দেখে রেল পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসা করতেই জানা যায়, দিঘা থেকে তাঁরা বীরভূমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন । সেখানেই রেল পুলিশ তাঁদের আটকে কাঁথি থানায় খবর দেয়। কাঁথি থানার পুলিশ এসে তাদের নিয়ে যায় কাঁথি থানাতে l শ্রমিকদের পরিচয় নথিভুক্ত করেন কাঁথি থানার পুলিশকর্মীরা । ফের তাঁদের পাঠিয়ে দেওয়া হয় কর্মস্থানে ।

আরও পড়ুনঃ শুধু অত্যাবশ্যক জিনিসের দোকানই খুলবে উত্তর দিনাজপুরে

বীরভূমের ওই ৯ জন শ্রমিক পূর্ব মেদিনীপুর জেলার দিঘা তে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। কিন্তু, লকডাউনের কারণে তাদের কাজ বন্ধ হয়ে গেছে। রোজগার নেই । কন্টাকটার ও তাদের দেনা-পাওনা দিয়ে ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়েছেন l এর ফলে আধপেটা খেয়ে দিন কাটাচ্ছিলেন। ভেবেছিলেন, দ্বিতীয় দফার লকডাউন উঠলে প্রশাসনের সহযোগিতায় বাড়ি ফিরবেন।

কিন্তু, লকডাউনের মেয়াদ আরও দু’সপ্তাহ বেড়ে যাওয়ায় পায়ে হেঁটে দীঘা থেকে রওনা দিয়েছিলেন।কিন্তু থেকে ৩৫ কিলোমিটার পায়ে হেঁটে কাঁথি স্টেশনের কাছে এসেই রেল পুলিশের হাতে ধরা দিলেন l সেই সময় কাঁথি স্টেশনে কাছে তাঁদের আটকান কর্তব্যরত পুলিশ কর্মীরা । সঙ্গে ব্যাগ দেখে তাদের সন্দেহ হয়।

আরও পড়ুনঃ লকডাউনের বিধি উপেক্ষা করেই ভিড় বাড়ছে রাস্তায়

এক শ্রমিক বলেন, “লকডাউনের জেরে প্রায় দেড় মাস ধরে আমরা দিঘাতে আটকে রয়েছি । খুব কষ্টের মধ্যে রয়েছি । হাতে না আছে টাকা না আছে কাজ । এই অবস্থায় বাড়ি ফেরার জন্য প্রশাসনের কাছে বহুবার আবেদন জানিয়েছিলাম । কিন্তু, কোনও কাজ হয়নি । এরই মধ্যে আবার লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে । তাই নিরুপায় হয়ে বাড়ি ফেরার জন্য রেললাইন ধরে রওনা হয়েছিলাম । কিন্তুরেল রেল পুলিশ কাঁথি স্টেশনে আটকে দিল । এখানে না খেতে পেয়ে মরার চেয়ে বাড়ি ফেরা অনেক ভালো ।” কাঁথি থানার পুলিশ সূত্রে জানা গেছে, ভিন জেলার ওই শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here