নিজস্ব সংবাদদাতা, মালদাঃ
লকডাউনকে অমান্য করে বাইরে বের হওয়ায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে ২০ জনকে আটক করল পুলিশ। লকডাউনের এক সপ্তাহ পেরিয়ে গেলেও সাধারণ মানুষ এখনও যে সচেতন হয়নি তা বলাই বাহুল্য। প্রয়োজন ছাড়াই মানুষ বেরিয়ে পড়ছে রাস্তায়।
প্রায় প্রতিদিনই অভিযানে নামছে মালদা জেলা পুলিশ। শনিবার সকালে মালদা জেলার ডেপুটি পুলিশ সুপার(হেড কোয়াটার) প্রশান্ত দেবনাথের নেতৃত্বে একটি দল রাস্তায় নামে।
আরও পড়ুনঃ নিজামুদ্দিন ফেরতদের খোঁজ শুরু উত্তর দিনাজপুরে
এমনকি শহরের রথবাড়ি সহ বিভিন্ন মোড়ে চায়ের দোকান খোলা ছিল। কিন্তু চায়ের দোকান খোলা থাকলেও, দোকানের সামনে অযথা ক্রেতাদের ভিড় জমছিল।
দেখা মাত্রই পুলিশ হানা দিয়ে চায়ের দোকান গুলি বন্ধ করে দেয়। এমনকি আটক করে চা ব্যবসায়ীকেও।এছাড়াও অপ্রয়োজনে বাড়ি থেকে বের হওয়ায় বেশ কয়েক জনকে আটক করে পুলিশ। এ নিয়ে মোট ২০ জনকে আটক করে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584