মোহনা বিশ্বাস, হুগলীঃ

চারিদিকে এখন একটাই কথা, করোনা ভাইরাস। বিশ্ব, দেশ ছাড়িয়ে এবার করোনা থাবা বসিয়েছে পশ্চিমবঙ্গে। ফলে করোনা নিয়ে চিন্তিত দেশ ও রাজ্যের সকল মানুষ। এই মারণ ভাইরাস যাতে আর বিস্তার লাভ করতে না পারে সেই কারণে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৪ই এপ্রিল রাত ১২টা পর্যন্ত জারি থাকবে লকডাউন। করোনা মোকাবিলায় এগিয়ে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

মায়ের মত করে রাজ্যের সেবা করছেন তিনি। দিনরাত জেগে করোনায় আক্রান্ত মানুষকে পরিষেবা দিচ্ছেন এ রাজ্যের চিকিৎসক, নার্স। মানুষের ক্ষতি রুখতে সদা জাগ্রত প্রশাসন। এমতাবস্থায় গরীব দুঃখীদের কথা ভুললেন না চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার হুমায়ুন কবীর।
আরও পড়ুনঃ অপর্যাপ্ত সরঞ্জাম, বেলেঘাটা আইডি হাসপাতালে নার্সদের বিক্ষোভ
রাজ্যের এই খারাপ সময়ে দুঃস্থদের সাহায্য করতে এগিয়ে এলেন তিনি। রাজ্যে লকডাউন চলাকালীন চন্দননগর কমিশনারেটের অন্তর্ভুক্ত সমস্ত এলাকায় গরীব দুঃখীদের খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন কমিশনার। আগামী শনিবার থেকে দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী দেওয়া শুরু করবেন তারা। বুধবার করোনা নিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে সতর্কবার্তাও দিলেন হুমায়ুন কবীর। তিনি বলেন, “নিজের ঘরে থেকে নিজে সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখুন। ২১দিন ঘর থেকে বেরোবেন না।
এই কটা দিন বাইরে বেরিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না।” তিনি আরও বলেন যে, এখন মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে। এরপর ঘরের বাইরে যদি কাউকে ঘুরতে দেখা যায় তাহলে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হবে। গরীবদের জন্য একজন পুলিশ কমিশনারের এহেন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584