করোনা থাবায় কোচবিহারে মৃত পুলিশ কনস্টেবল

0
95

নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ

কোচবিহারে কর্মরত এক পুলিশ কর্মীর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল জেলাজুড়ে। মৃত ওই পুলিশ কর্মীর নাম সদানন্দ সরকার(৫৬)। তাঁর বাড়ি জলপাইগুড়ির ময়নাগুড়ি শহরের আনন্দনগর পাড়াতে । ওই পুলিশ কর্মীর মৃত্যুর ঘটনায় কোচবিহার জেলা পুলিশ মহল ও পরিবারে শোকের ছায়া নেমে আসে।

consstable | newsfront.co
সদানন্দ সরকার ৷ নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা গেছে, সদানন্দ সরকার কোচবিহার পুলিশ লাইনে কর্মরত ছিলেন৷ তিনি গত ১৫ দিন আগে কোচবিহার থেকে ছুটি নিয়ে জলপাইগুড়িতে নিজের বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে তিনি অসুস্থতা বোধ করলে তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে ড্রোন নজরদারি

শ্বাসকষ্ট সহ হার্টের সমস্যা ছিল তাঁর৷পরে বেসরকারি হাসপাতালে সদানন্দবাবুর লালা রসের নমুনা পরীক্ষার পর গত ১৮ জুলাই রিপোর্ট করোনা পজিটিভ আসে। এরপর শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই খবর প্রকাশ্যে আসার পর শোকের ছায়া নেমে এসেছে কোচবিহারের পুলিশ মহলে। জেলা পুলিশের তরফে সমবেদনা জানানো হয়েছে।

এবিষয়ে কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান বলেন, ‘তাঁর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করছি। তার পরিবারকে সমবেদনা জানাচ্ছি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here