মনিরুল হক, কোচবিহারঃ
পথ নিরাপত্তা নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করেছে রাজ্য সরকার। দুর্ঘটনা এড়াতে ইতিমধ্য সেফ ড্রাইভ, সেফ লাইফ এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক প্রচার করা হচ্ছে।
এই প্রচার অভিযানে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে পুলিশকর্মীরা পর্যন্ত সামিল হয়ে পথচারী ও গাড়ির চালকদের সচেতন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহন করে। পথ নিরাপত্তাকে আরও জোরদার করতে এবার ছোট গাড়ির অবৈধভাবে লাগানো পাদানি কেটে ফেলার সিদ্ধান্ত নেই। এই লক্ষ্যে বুধবার মাথাভাঙ্গা শহরে অভিযান চালায় ট্রাফিক পুলিশ।
আরও পড়ুনঃ বিজেপি করার অপরাধে ধান চাষে বাধা
সরকারি নিয়ম বহির্ভূত বিভিন্ন যাত্রীবাহী গাড়ির পেছনে পাদানি খুলে ফেলছে মাথাভাঙ্গা থানার ট্রাফিক পুলিশ। এদিন শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ পাদানি লাগানো যাত্রীবাহী গাড়ি আটক করা হয়। মাথাভাঙা থানার ট্রাফিক ওসি শাহ আলী ইমামের নেতৃত্বে। ওই গাড়িগুলো কলেজ মোড়ে একটি গ্যারেজে নিয়ে গিয়ে গ্যাস কাটার দিয়ে পাদানি কেটে ফেলার ব্যবস্থা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সাফারি, অটো এবং যাত্রীবাহী বাস প্রভৃতি গাড়িতে সরকারি নিয়মবহির্ভূত পাদানি লাগানোতে যাত্রীরা ঝুলে পড়ে তাতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আরও জানা যায়, ধারাবাহিকভাবে এই কর্মসূচি চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584