নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ নদী থেকে পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো বালুরঘাটে। শহরের কালেক্টর পাড়া এলাকার ঘটনা। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা আত্রেয়ী নদীতে মৃত দেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত পুলিশ কর্মীর নাম বাবুন হেলা(৩৯)। বাড়ি আত্রেয়ী নদী লাগোয়া কালেক্টর পাড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানা এলাকায় ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন তিনি। দিন তিনেক আগে ছুটিতে বাড়ি এসেছেন। মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন তিনি। বুধবার সকালে আত্রেয়ী নদীর কালেক্টরেট ঘাটে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন বাসিন্দারা। মৃত্যুর কারণ জানতে বালুরঘাট থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584