অমৃতা চন্দ, কোচবিহারঃ
ফের অভিযানে নেমে বিপুল পরিমাণ জমির গাঁজা গাছ নষ্ট করল দিনহাটা থানার পুলিশ। প্রায় ৪০ লক্ষ টাকা গাঁজা গাছ পুলিশি অভিযানে নষ্ট হয়। শুক্রবার দিনহাটা ১ ব্লকের পুটিমারি গ্রামে বিশেষ এই অভিযান চালায় দিনহাটা থানার পুলিশ। দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তর নেতৃত্বে এই অভিযান চলে বলেও জানা গেছে।
দিনহাটা পুলিশের অভিযানে এদিন প্রায় ২০ বিঘা গাঁজা গাছ নষ্ট করতে সক্ষম হয় পুলিশ। এদিন দিনহাটা এক ব্লকের পুটিমারি গ্রাম পঞ্চায়েত এলাকার গীতা ভবন এলাকায় পুলিশ ও আবগারি দপ্তর এর যৌথ উদ্যোগে এই গাঁজা গাছ নষ্ট করতে অভিযান চালায়।
আরও পড়ুনঃ জলঙ্গীতে উদ্ধার দুই জার তাজা সকেট, এলাকায় চাঞ্চল্য
পুলিশ সূত্রে জানা গেছে এদিনের এই অভিযানে তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার ২০ বিঘা জমির গাঁজা গাছ নষ্ট করা হয়। প্রতি বিঘায় একশোর উপরে গাঁজা গাছ নষ্ট করা হয়। মোট দুই হাজারের উপরে গাঁজা গাছ এদিন নষ্ট করা হলো যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
অবৈধ গাঁজা চাষ বন্ধে এদিন পুলিশের এই অভিযানকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। অবৈধ কাজে চাষ বন্ধ করতে পুলিশ যেভাবে এই অভিযান শুরু করেছে তাকে সাধুবাদ জানান সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
গত দুই মাসেরও বেশি সময় ধরে দিনহাটা সহ জেলার বিভিন্ন স্থানে অবৈধ গাঁজা চাষ বন্ধে পুলিশ যেভাবে অভিযান শুরু করেছে তাতে কয়েক কোটি টাকার গাঁজা গাছ নষ্ট করা সম্ভব হয়েছে বলেও মনে করা হচ্ছে।
দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত জানান অবৈধ গাঁজা চাষ বন্ধে এই অভিযান চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584