বোলপুরের শিবপুর মৌজায় APDR এর তথ্যানুসন্ধানী টীমকে ঢুকতেই দিলো না পুলিশ

0
109

নিউজ ফ্রন্ট,বোলপুর: বোলপুরের শিবপুর মৌজায় APDR এর তথ্যানুসন্ধানী দলকে ঢুকতেই দিলো না পুলিশ। জমিহারা কৃষকদের আন্দোলনের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেছিলেন ৭ জনের একটি দল, কিন্তু পুলিশ তাদের রাস্তায় আটকে দেয়, পরে এসডিপিও কে স্মারকলিপি দেওয়া হয়।


২০০১ এ জমি অধিগ্রহণ, শিল্পের জন্য। ৬৮০০০/বিঘে। শিল্প না হলে জমি ফেরত: আন্দোলন ২০০৯/২০১০ থেকে তৃনমুলের নেতৃত্বে। ২০১১ থেকে উল্টো সুর। এখন রাজ্য কাঠা প্রতি ৭ লাখ টাকায় জমি বিক্রি করছে। সবাই টাকা নেয় নি। আন্দোলন করছে, আমা কথা বলতে গেছিলাম। যেতে দিল নাপুলিশ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here