দুর্ঘটনা এড়াতে রাতে গাড়ি চালকদের চা-জল পান কর্মসূচি পুলিশের

0
75

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

 

পুলিশকে রাতের গাড়ি দাঁড় করিয়ে সচারাচর চেকিং-এর নামে হাত পাততে দেখা  যায়। কিন্তু দুর্ঘটনা এড়াতে পুলিশ পকেটের টাকা খরচ করে রাতভর চালকদের সতর্ক সহ গরমাগরম চা, জল পান করানোর কর্মসূচি নিল। আর এমন অভিনব আচরণে বেজায় খুশি বড়দিন উপলক্ষে দীঘাগামী রাতের গাড়ির চালক থেকে পর্যটক ও যাত্রীরা।

police checking | newsfront.co
নিজস্ব চিত্র

রাতের গাড়ির চালকদের দাঁড় করিয়ে চালকের চোখেমুখে জল দেওয়ানো সহ চা, জল পান করালো পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার ওসি ও আধিকারিকগণ।

police | newsfront.co
নিজস্ব চিত্র

রাত পোহালেই ২৫শে ডিসেম্বর মানে যিশুখ্রিস্টের জন্মদিন আর এই দিনটিকে বড়দিন হিসেবে পালন করে সকল সম্প্রদায়ের মানুষ। আর এই বড়দিনে পরিবার থেকে শুরু করে বন্ধু-বান্ধবের সাথে আনন্দ উপভোগ করতে বিভিন্ন পর্যটক স্থানে চড়ুইভাতির মাধ্যমে আনন্দ উপভোগ করে, আর এই সময় সমুদ্র সৈকত দীঘাতেও বহু পর্যটক এর ভিড়। ফলে দীঘা গামী বহু পর্যটকের গাড়ি, বাস চলছে রাতভর।একে শীতের প্রকোপ তার ওপর ঘণ কুয়াশা। দুর্ঘটনা ইতিমধ্যে চারটি ঘটে গেছে, মৃত্যু হয়েছে দুজনের। দুর্ঘটনা এড়াতে এমন অভিনব উদ্যোগ নিল মারিশদা থানার ওসি অমিতদেব।

Amit deb | newsfront.co

রাত্রি ৯ টা থেকে ভোর ৪ টে পর্যন্ত ক্যাম্প করে ওসি সহ পুলিশ আধিকারিকরা নিজের পকেটের পয়সা খরচ করে নিজেদের হাতে চা বানিয়ে খাওয়ালেন ঘুম ঘুম চোখের গাড়ির চালকদের। চালকরা জানাচ্ছেন সাধারণত পুলিশকে রাতে গাড়ি দাঁড় করিয়ে চেকিং ও তার নামে হাত পাততে দেখা যায়, কিন্তু গাড়ি দাঁড় করিয়ে সসম্মানে মিনারেল ওয়াটার তার সাথে গরমাগরম চা হাতে ধরিয়ে দেওয়া এটা তাদের কাছে দারুন ব্যাপার। এমন ব্যবস্থায় তাদের তন্দ্রা ধরা ব্যাপারটা যেমন দূর হচ্ছে, উপকৃত হচ্ছেন তাঁরা। তেমনি করে রাতের চালকদের সতর্কতাও বাড়ছে। সব মিলিয়ে বেজায় খুশি চালক থেকে পর্যটক যাত্রীরা।

road| newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ‘কেন মুসলিমদেরও অন্তর্ভুক্ত করা হল না?’ সিএএ নিয়ে প্রশ্ন নেতাজি পৌত্রর

এদিন দূরপাল্লার পর্যটকদেরও চা জল পান করানো হয়। এই কর্মসূচি শীত ও কুয়াশা যতদিন থাকবে চলতে থাকবে বলে জানান কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক। তিনি আরো জানান এমন উদ্যোগকে কাজে লাগিয়ে নন্দকুমার দীঘা ১১৬বি জাতীয় সড়কের ওপর সমস্ত থানা এলাকায় পুলিশ ক্যাম্প করে রাতের গাড়ির চালকদের চা জল পান করাবে, যাতে কোন দুর্ঘটনা না ঘটে। দীঘা, রামনগর,কাঁথি সহ হেঁড়িয়া পুলিশ আজ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফের মধ্যে চা জল দান করবে। কাউকে নো ফাইন, নো হ্যারাসমেন্ট,পুলিশ নিজেরা চাঁদাকরে চা জল পান করাবে রাতের ড্রাইভারদের। মারিশদা থানার পুলিশ প্রথম দিনে প্রায় ৫০০ চালকদের চা পান করায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here