বিজেপি নেতার মদতে পালাল ‘ওয়ান্টেড’ অপরাধী, মামলা দায়ের পুলিশের

0
63

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

দীর্ঘদিন ধরে কানপুর পুলিশের ওয়ান্টেড তালিকায় থাকা অপরাধী মনোজ সিং-এর খোঁজ পায় পুলিশ। তার বিরুদ্ধে খুন, ধর্ষণ, তোলাবাজি সহ প্রায় ১২ টি অভিযোগ রয়েছে পুলিশের খাতায়। কিন্তু দীর্ঘদিন ধরেই ফেরার এই মনোজ।

wanted manoj singh | newsfront.co
চিত্র সৌজন্যেঃ এনডিটিভি

বুধবার দুপুরে গোপন সূত্রে পুলিশ খোঁজ পায় নৈবস্তায় দেখা গিয়েছে অপরাধী মনোজ সিংকে। খবর পাওয়ার সাথে সাথেই বেশ কিছু পুলিশ কর্মী এবং কিছু উর্দিধারী পুলিশ কর্মী রওনা দেন এক গেস্ট হাউসের দিকে। গেস্ট হাউসের নিচের একটি পানের দোকান থেকে গ্রেপ্তার করা হয় মনোজ সিংকে।

আরও পড়ুনঃ ছ’বার চেষ্টার পর সাফল্য! কনস্টেবল থেকে দিল্লি পুলিশের ACP হওয়ার জার্নি

যে গেস্ট হাউসের নিচের দোকান থেকে মনোজকে গ্রেপ্তার করা হয়, সেই গেস্ট হাউসে স্থানীয় বিজেপি নেতা নারায়ণ সিং ভাদুরিয়ার পরিবারের একটি অনুষ্ঠান চলছিল, পুলিশের দাবি বিজেপি নেতার ওই অনুষ্ঠানেই আমন্ত্রিত ছিলেন মনোজ সিং। গ্রেপ্তারের পর মনোজকে গাড়িতে তোলার সময়েই শুরু হয় গন্ডগোল। আশপাশ থেকে শ’ খানেক মানুষ জড়ো হয়ে গ্রেপ্তারিতে বাধা দেন।

আরও পড়ুনঃ অবৈধ অনুপ্রবেশকারী! ডোমিনিকা কোর্টে জামিন খারিজ মেহুল চোকসির

এই ঘটনার ভিডিওগ্রাফিও করা হয়েছে, তাতে দেখা গেছে বিশাল ভিড় করে লোকজন ধাক্কাধাক্কি করছেন মনোজকে পুলিশের হাত থেকে ছাড়ানোর জন্য। ওই ভিড়ের মধ্যে বিজেপি নেতা নারায়ণ সিং ভাদুরিয়াকেও দেখা গিয়েছে। অত মানুষের ভিড় সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ ঠিক সেই সময়েই পুলিশের হাত ছাড়িয়ে পালায় মনোজ সিং।

ভিডিওগ্রাফিতে নারায়ণ সিং ভাদুরিয়াকে উপস্থিত থাকতে দেখে তাঁর নামেও এফআইআর দায়ের করেছে পুলিশ। গোটা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কানপুরের পুলিশ কমিশনার অসীম অরুণ। কানপুর দক্ষিণ বিজেপি সভাপতি ড. বিনা আর্য একটি তিন সদস্যের দল তৈরি করে ২৪ ঘটনার মধ্যে ঘটনার রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছেন এবং নারায়ণ সিং ভাদুরিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে বিজেপির যাবতীয় পদ থেকেও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here