পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
চুরি যাওয়া ২৫ টি মোবাইল মালিকের হাতে তুলে দিল ইসলামপুর জেলা পুলিশ।হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিক সঙ্গীতা দে সরকার।
ইসলামপুর পুলিশ জেলার হবার একবছরও পেরোয়নি। বিগত দুই মাসে ইসলামপুর পুলিশ জেলায় মোবাইল চুরির হিড়িক পরে যায়।লাগাতর মোবাইল চুরি হওয়ায় নড়েচড়ে বসে ইসলামপুর জেলা পুলিশ।পুলিশ অভিযানে নেমে উদ্ধার করা হয় ২৫ টি মোবাইল।
আজ রায়গঞ্জ আই জি জয়ন্ত পালের উপস্থিতিতে মোবাইল মালিকদের হাতে উদ্ধার হওয়া মোবাইল তুলে দেওয়া হয়।খোয়া যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিক সঙ্গীতা দে সরকার।
আরও পড়ুনঃ বর্ধমানে মাতৃভাষা দিবস উদযাপন
সঙ্গীতাদেবী জানিয়েছেন তার দুটি মোবাইল দোকান থেকে হারিয়ে গিয়েছিল। আজ একটি ফিরে পেলেন। পুলিশ মোবাইল উদ্ধারে যে তৎপরতা দেখাচ্ছেন তাতে অন্যটা ফিরে পাবেন বলে তিনি আশাবাদী।
আই জি জয়ন্ত পাল জানিয়েছেন, দুই মাসে ইসলামপুর পুলিশ জেলায় যে কয়টি মোবাইল চুরির অভিযোগ জমা পড়েছিল তার মধ্যে ২৫ টি মোবাইল উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মোবাইগুলি মালিকের হাতে তুলে দিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584