ত্রাণ ঘিরে বিক্ষোভ বাদুড়িয়ায়, সংঘর্ষে আহত পুলিশ কর্মী

0
95

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

করোনার জেরে নাজেহাল গোটা বিশ্ব। ভারতেও ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমতাবস্থায় খাদ্যসংকটে রয়েছে পশ্চিমবঙ্গের বহু মানুষ। করোনা মোকাবিলায় প্রায় এক মাস ধরে চলছে লকডাউন। স্কুল, কলেজ, অফিস, কলকারখানা সহ বহু দোকানপাঠও বন্ধ রয়েছে। এর মধ্যেই কাজ হারিয়েছেন বহুজন।

Chaos | newsfront.co
চিত্র সৌজন্যঃ এএনআই

আর সেইকারণে অর্থের অভাবে দিন আনা খেটে খাওয়া মানুষগুলোর পেটে টান পড়ছে। অনাহারে থাকছে হচ্ছে ওদের। ওই সকল দুঃস্থ মানুষের জন্য বিভিন্ন জায়গায় ত্রাণের ব্যবস্থা করেছে রাজ্যসরকার। সরকারের নির্দেশানুযায়ী দুঃস্থদের রেশনও বিনামূল্যে দেওয়া হচ্ছে। এত কিছুর পরেও উত্তর চব্বিশ পরগণার বাদুড়িয়ায় এক অন্য চিত্র ধরা পড়ল।

পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ তুলে বুধবার সকালে রাস্তার ধারে নির্দিষ্ট দূরত্বে লাইন দিয়ে বসে পড়লেন বাদুড়িয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের মানুষ। তাঁদের দাবি, লকডাউনের জেরে দেড় মাস হয়ে গেল কাজ বন্ধ রয়েছে। খাবার কিনে খাওয়ার মতো অর্থ তাদের কছে নেই। ওদিকে মিলছে না ত্রাণ। ফলে দুবেলা হাঁড়ি চড়ানো মুশকিল হয়ে পড়ছে। এই কারণেই রাস্তায় বসে পড়ে খালি থালা সামনে রেখে পথ অবরোধ করেন তাঁরা। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় বাদুড়িয়া থানার পুলিশ।

ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশের উপর ক্ষোভ উগড়ে দেয় স্থানীয়রা। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে শুরু করে এলাকাবাসীরা। পাল্টা লাঠি চালায় পুলিশও। এই সংঘর্ষের জেরে ওসির মাথা ফাটে। ইটের ঘায়ে আহত হন আরও চারজন পুলিশকর্মী। ঘটনার পর বসিরহাট থেকে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ সিনহা। এরপর এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। চলে ধরপাকড়।

এই বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী তথা তৃণমূলের উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “এর সঙ্গে রেশনের কোনও সম্পর্ক নেই। স্থানীয় কংগ্রেসের কাউন্সিলর ত্রাণ বিলি করেছিলেন। তাতে কিছু পরিবার ত্রাণ পায়নি। তাই তারা এদিন বিক্ষোভ দেখাচ্ছিল।” তিনি আরও বলেন যে, এই বিক্ষোভের খবর পাওয়া মাত্রই বিডিও-কে ওই এলাকায় যাওয়ার নির্দেশ দেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here