পথযাত্রীদের সুবিধার্থে পুলিশ সহায়তা কেন্দ্র মুর্শিদাবাদে

0
59

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

রাত পেরোলেই ইংরেজি নতুন বছর। চারিদিকে সবাই পিকনিকের আমেজে মেতে উঠেছে। নববর্ষের আগের দিন থেকে সবাই দল বেঁধে বেরিয়ে পড়ে পিকনিকের জন্য, ফলে রাস্তায় গাড়ি চলাচল করছে বেশি।

Police camp | newsfront.co
নিজস্ব চিত্র

খুশির দিনে যেনো কোনো পথ দুর্ঘটনা না ঘটে সেই সচেতনার বার্তা দেওয়া হল মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে। আজ মুর্শিদাবাদ জেলার রানিতলা থানা এলাকার রানিতলা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জাফরের মোড়ে পুলিশ সহায়তা কেন্দ্র খুলে সাধারণ পথ চলতি মানুষকে সচেতন বার্তা দেন।

পাশাপাশি মোটরসাইকেলে যেনো দুজনের বেশি নিয়ে না চালায়, সেই বিষয়েও সচেতন করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে মাইকে প্রচার করে জানানো হয় খুশির দিনে সবাই আনন্দ উপভোগ করে, এই আনন্দ যেন শেষ আনন্দ না হয় সেই কথা বারবার সাধারণ মানুষকে স্মরণ করিয়ে দেন পুলিশ কর্তারা।

আরও পড়ুনঃ বছরের শেষ দিনে বালুরঘাটে মাস্ক বিতরণ ট্র্যাফিক পুলিশের

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার এবং মদ্যপান অবস্থায় গাড়ি না চালানোর কথাও বলা হয়।

এদিন লালবাগ এসডিপিও বিক্রম প্রসাদ বলেন, “লালবাগ শহর যেহেতু মুর্শিদাবাদ জেলার পর্যটন কেন্দ্র, তাই আমরা আমাদের পক্ষ থেকে আমাদের বিভিন্ন থানা এলাকায় পুলিশ সহায়তা কেন্দ্র চালু করেছি। এর পাশাপাশি আমরা নতুন ভাবে টুরিস্ট ভলেন্টিয়ার নিয়োগ করেছি যারা টুরিস্টদের বিভিন্ন সমস্যায় গাইড করবে।

আরও পড়ুনঃ আবেদনের ২ ঘন্টার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড! সন্তানের চিকিৎসায় আশার আলো তপনের দম্পতির

এছাড়াও আমাদের পক্ষ থেকে বিভিন্ন এলাকার নদীর পাশে যেনো বেশি রাত্রি পর্যন্ত পিকনিক না হয় সেইদিকেও নজর রাখার ব্যবস্থা নিয়েছি। গুরুত্বপূর্ণ মোড়ে নাকা চেকিং এর ব্যবস্থা রাখা হয়েছে যেনো কেও বিনা হেলমেটে মোটরসাইকেল বা মদ্যপান করে গাড়ি না চালাই সেদিকে লক্ষ্য রাখার জন্য।

এছাড়া বিভিন্ন পিকনিক স্পটে যেনো ডিজে স্পিকার না বাজানো হয় সেইদিকে নজর রাখার জন্য আমাদের বাইক পেট্রোলিং ও আরটি গাড়ি পেট্রলিং চালু থাকবে। পাশাপাশি ভগবানগোলা, নবগ্রাম, লালগোলা, জিয়াগঞ্জ সমস্ত থানা এলাকার গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here