চুরি যাওয়া মোবাইল ফেরাল কোচবিহার পুলিশ

0
58

মনিরুল হক, কোচবিহারঃ

২৫টি খোয়া যাওয়া মোবাইল প্রাপকদের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ। বুধবার জেলার ২৫ জন প্রাপকদের হাতে সেই ফোন গুলি তুলে দেন পুলিশের আধিকারিকরা।

tolen mobile get back to owner | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন সেখানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার সন্তোষ নিম্বলকর, অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ সানা আখতার, ডিএসপি (হেড কোয়ার্টার) সমীর পাল সহ অন্যান্য আধিকারিকেরা। সেখানে হারিয়ে যাওয়া মোবাইলগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেন পুলিশ আধিকারিকেরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় ওই ২৫ জনের মোবাইল হারিয়ে যায় অথবা চুরি হয়ে গিয়েছিল। এরপর সেই প্রাপকরা তাঁদের সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্ত করে তাঁরা মোবাইলগুলিকে উদ্ধার করে।

tolen mobile get back to owner | newsfront.co
নিজস্ব চিত্র

অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ সানা আখতার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমাদের অ্যান্টি ক্রাইম ইউনিট সক্রিয় রয়েছে।

আরও পড়ুনঃ চুরির এক সপ্তাহের মধ্যে পুলিশের জালে চোর

আমাদের সেই টিমটি তদন্ত চালিয়ে খোয়া যাওয়া মোবাইলগুলিকে উদ্ধার করে। সেই মোবাইল গুলি ভিন্ন ভিন্ন জায়গা থেকে খোয়া গিয়েছিল। এই চুরির পিছনে কোন চক্র রয়েছে কিনা ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে পুলিশ।’

প্রাপকদের মধ্যে রীতা শর্মা অঙ্কিতা দেরা জানান, প্রায় ৬ মাস আগে আমাদের মোবাইল গুলি খোয়া যায়। আমাদের মোবাইল গুলি আবার ফিরে পাব তারও আশা ছিল না। পুজোর মুখে খোয়া যাওয়া মোবাইলগুলি ফিরে পেয়ে আমরা খুব খুশি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here