লকডাউনে অনাহারে থাকা মানুষদের, খাদ্যসামগ্রী দিয়ে নজির গড়লেন পুলিশ প্রশাসন

0
27

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

সারা রাজ্য জুড়ে গত কদিন ধরেই লকডাউন কার্যকর করতে পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তা নিয়ে, বাড়িতে বসে কিংবা সোশ্যাল মিডিয়ায় যারা নানান প্রশ্ন তুলছিলেন। সেই প্রশাসনের এই মানবিকতার মুখ আরও একবার সমালোচকদের মুখে চুনকালি দিয়ে, আবারও অসহায় মানুষজনের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়লেন পুলিশ প্রশাসন।

administration | newsfront.co
দরিদ্রদের পাশে প্রশাসন। নিজস্ব চিত্র

শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের জয়দেবপুর গ্রামে, পুলিশ প্রশাসনের তরফে অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হল খাদ্য সামগ্রী।

আরও পড়ুনঃ রাজ্যবাসীকে বাঁচাতে, মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অর্থ দান ক্লাবের

লকডাউন এর জেরে গত কদিন ধরেই ও অনাহারে দিন কাটাচ্ছিলেন ওরা। খবর পেতে এই অসহায় পরিবারের মতো, একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়ি ছুটলেন, গঙ্গারামপুরের এসডিপিও দীপ কুমার দাসের নেতৃত্বে বংশীহারী থানার পুলিশ।

অনাহারে থাকা অভুক্ত মানুষ জনের হাতে কিছু দিনের খাদ্যসামগ্রী তুলে দিলেন তাঁরা। পাশাপাশি অনুরোধ করলেন,” দয়া করে বিপদের কটা দিন বাড়ি থেকে বের হবেন না। কিছু প্রয়োজন হলে আমাদের জানাবেন। আমরা আবার পৌঁছে দিয়ে যাবো”। পুলিশ প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল স্তরের মানুষজন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here