নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজারে স্যানিটাইজ করার কাজে এগিয়ে আসলেন এলাকার বেশ কয়েকজন যুবক। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জটেশ্বর ফাঁড়ির পুলিশও।
এদিন তাদের যৌথ উদ্যোগে জটেশ্বরের মাছ বাজার,মাংসের বাজার,গরুহাটি ময়দান,জটেশ্বর গ্রামীন হাসপাতাল চত্বরের পাশাপাশি অন্যান্য এলাকাতেও স্যানিটাইজের করার কাজ শুরু হল।
আরও পড়ুনঃ করোনা সন্দেহে আইসোলেশনে রয়েছে মালিক, পোষ্যদের দায়িত্ব নিলেন স্থানীয়রা
এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন জটেশ্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ বৈদ্য ও পুলিশ আধিকারিক সুশান্ত ধর। এর পাশাপাশি এলাকার সমাজসেবী উজ্জ্বল সরকার ও দেবজিত পাল সহ আরও অনেকেই।
তবে এই কর্মসূচির মূল উদ্যোক্তা হলেন এলাকার একদল যুবক। তাদের সাথে শুধু সহযোগীতার হাত মিলিয়েছেন জটেশ্বর পুলিশ ফাঁড়ির আধিকারিকরা। লকডাউনে এরকম কর্মসূচি আরও চলবে বলে জানায় সমাজসেবী উজ্জ্বল সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584