সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
বুধবার সন্ধ্যায় কুল্পী থানার টহলরত পুলিশ ভ্যান জাতীয় সড়কের উপর একটি কাকদ্বীপগামী ট্যাক্সির ভিতর থেকে এক ব্যক্তির আর্তনাদ শুনতে পায়। তরিঘরি গাড়িটিকে রোখার চেষ্টা করলে পুলিশের কথা না শুনে আরও দ্রুতগতিতে পালিয়ে যায় গাড়িটি।
মোবাইল অফিসার এ এস আই শঙ্কর অধিকারী,ওই গাড়িটিকে ধাওয়া করে নিশ্চিন্তপুরের কাছে স্থানীয় মানুষদের সাহায্যে গাড়িটিকে ধরতে সক্ষম হন। গাড়ির ভিতরে ক্রন্দন রত জনৈক ঠাকুরপুকুরের বাসিন্দা অনন্ত অধিকারীকে উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুনঃ বহুমূল্যের চোরাই কাঠ উদ্ধার করলো ঘোকসাডাঙ্গা থানার পুলিশ
জানা যায়, পুরনো আক্রোশের জেরেই অসৎ উদ্যেশ্যে অপহরণ করে তাকে নিয়ে যাচ্ছিল। উদ্ধার হওয়া ব্যক্তির শরীরে ভয়ানক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর ঘটনায় গাড়ির ভেতর থাকা তিনজন আরোহীকেও গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় ভুল খবর পোষ্ট করায়, কাঠগোড়ায় শিক্ষিকা
সম্ভাবত, তাকে অসৎ উদ্যেশ্যে অপহরণ করে কাকদ্বীপের দিকে নিয়ে যাচ্ছিল অপহরনকারী বলে অনুমান। ঘটনায় পুলিশ আহত ব্যক্তিটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে আটক গাড়িসহ তিন আরোহীকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, কার্তিক অধিকারী,জীতেন পাল ও সঞ্জয় সরকার যথাক্রমে কলিকাতার বাসিন্দা। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে পুলিশ। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়।
এ বিষয়ে পুলিশ সুপার শ্রী বৈভব তেওয়ারী উক্ত পুলিশ অফিসার এবং তার সহযোগী কর্মীদের এই কাজের জন্য প্রশংসা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584