সুদীপ পাল,বর্ধমানঃ
রাস্তায় চলছে বেপরোয়া গাড়ি।সেই গাড়ির গতিতে লাগাম টানতে তিনি সরজমিনে দেখাশুনা করছিলেন। কিন্তু আচমকাই ঘটে গেল দুর্ঘটনা। পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের বেলডাঙা চেকপোষ্টে একটি বেপরোয়া ট্রেলারের ধাক্কায় মারা গেলেন কাঁকসা থানার এএসআই সিন্টু চক্রবর্তী।গুরুতর অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।জানা যায় তিনি পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের উপর বেলডাঙার চেকপোষ্টে ডিউটি করছিলেন। বেপরোয়া ভাবে আসা একটি ট্রেলারকে তিনি আটকাতে গেলে ট্রেলারটির মুখোমুখি সিন্টুবাবুকে ধাক্কা মারে। এতে তিনি ট্রেলারের চাকার নীচে পড়ে যান। ঘাতক ট্রেলারটিকে পুলিশ আটক করলেও হদিস মেলেনি ড্রাইভার এবং খালাসীর।সিন্টুবাবুর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: প্রধান শিক্ষককে পা ধরতে বাধ্য করল ম্যানেজিং কমিটির সম্পাদক,প্রতিবাদে ক্লাস বয়কট পড়ুয়াদের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584