সুদীপ পাল,বর্ধমানঃ
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এবং সাংসদ অর্জুন সিংহকে মারধরের প্রতিবাদে বিজেপি সারা রাজ্য জুড়ে যে বিক্ষোভ-অবরোধ কর্মসূচি নিয়েছিল বর্ধমানে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাঠিচার্জ করতে দেখা গেল পুলিশকে।
কর্মসূচি অনুযায়ী, বর্ধমানের পুলিশ সুপারের অফিস ঘেরাও করা হয়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় প্রাথমিকভাবে বিজেপির কয়েকজন কর্মী সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। তার প্রতিবাদে বর্ধমান থানায় বিক্ষোভ করে বিজেপি সমর্থকেরা। পরে কর্মীদের ছেড়ে দেওয়া হয়।
বিশাল পুলিশ বাহিনী প্রথম থেকেই মোতায়েন ছিল শহরের কার্জন গেট চত্বরে। বিজেপি কর্মী সমর্থকরা এসপি অফিসের দিকে স্লোগান দিতে দিতে এগিয়ে আসে। জেলা শাসকের অফিসের সামনে নেতাজির মূর্তির কাছে ব্যারিকেড করে তাঁদের আটকায় পুলিশ। বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে এগিয়ে যেতে চাইলে শুরু হয় গোলমাল। বিজেপি কর্মীরা অভিযোগ করছেন, কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।
বিজেপির যুব নেতা শ্যামল রায় বলেন, পুলিশ একজন সাংসদকে নিরাপত্তা দিতে পারে না। সেই ঘটনার প্রতিবাদ করলে উল্টে লাঠি চালিয়েছে।
পুলিশের লাঠিচার্জে সাময়িকভাবে ফাঁকা হয়ে যায় কার্জন গেট চত্বর। কিন্তু পরে বেশ কয়েকজন বিজেপির পতাকা হাতে আবার জড়ো হন সেখানে। পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। লাঠিচার্জের ঘটনা অবশ্য স্বীকার করেনি পুলিশ। তাঁরা বলছেন, অবরোধকারীদের সরাতে তাড়া করা হয়, কোন লাঠিচার্জ করা হয়নি।
আরও পড়ুনঃ কোচবিহার এসপি অফিসের সামনে বিক্ষোভ বিজেপির
বর্ধমান ছাড়াও ভাতারের ওরগ্রাম বাসস্ট্যান্ডের কাছে ২বি জাতীয় সড়ক অবরোধ করেন সাহেবগঞ্জ ২ অঞ্চল বিজেপি কর্মীরা। মিনিট দশেক পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। তবে কিছুক্ষণের জন্য সম্পূর্ণভাবে ব্যাহত হয় যান চলাচল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584