খেলার মাঠের দখল ঘিরে পুলিশ-জনতা সংঘর্ষ

0
131

মোহনা বিশ্বাস, হুগলীঃ

ধুন্ধুমার হুগলীর কোন্নগর। খেলার মাঠ জবরদখল করার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। মাঠ ফেরাতে হাইকোর্টের নির্দেশ থাকলেও তা মানতে নারাজ স্থানীয় বাসিন্দারা।

Police-mobs clash for play ground
সংঘর্ষ। নিজস্ব চিত্র

এই ঘটনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় স্থানীয়দের, লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। রণক্ষেত্র পরিস্থিতিতে অবরোধ করা হয় জিটি রোড।

Police-mobs clash for play ground
স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটে কোন্নগরের হাতিপুর এলাকায়। ৩৫ বছর ধরে মাঠ বেদখলের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে।

Police-mobs clash for play ground
অমিতকুমার বন্দ্যোপাধ্যায়, মাঠের মালিক। নিজস্ব চিত্র

কোন্নগরের ওই খেলার মাঠের মালিক অমিত কুমার ব্যানার্জী বলেন, ৩৫বছর ধরে তার মাঠ বেদখল করে রেখেছিল স্থানীয় বাসিন্দারা।

Police-mobs clash for play ground
নিজস্ব চিত্র

হাইকোর্টের নির্দেশে শুক্রবার চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ গিয়ে খেলার মাঠটি ঘিরে ফেলতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পরে পুলিশ।

Police-mobs clash for play ground
বিতর্কিত সেই মাঠ। নিজস্ব চিত্র

অন্যদিকে, স্থানীয়দের অভিযোগ ওই খেলার মাঠটির মালিকানা আছে বলে জানতেন না তারা। শিশুদের খেলার মাঠ এভাবে দখল হতে দিতে চায় না তারা। ফলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় স্থানীয়দের।

Police-mobs clash for play ground
নিজস্ব চিত্র

আজ যত রাতই হোক হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজকেই ব্যারিকেট দিয়ে মাঠটি ঘিরে ফেলবে পুলিশ, এমনটাই জানান অমিত বাবুর স্ত্রী শ্যামলী ব্যানার্জী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here