নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ
রাজ্য জুড়ে নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এসপি অফিস ঘেরাও অভিযান করলো ভারতীয় জনতা মহিলা মোর্চা।
রাজ্য তথা দেশ জুড়ে মহিলাদের শ্লীলতাহানি এবং ধর্ষনের মত ঘটনা অনবরত ঘটেই চলেছে। উন্নাও থেকে শুরু করে হায়দ্রাবাদ,বাদ যায়নি এ রাজ্যের মালদাও।কিছুদিন আগেও মালদায় এক যুবতীকে ধর্ষণ করে পুড়িয়ে দেবার মত ঘটনা ঘটেছে। ধর্ষণ এবং হত্যার ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় জনতা মহিলা মোর্চা।অন্যদিকে গত পরশু কোচবিহারের দেওয়ানহাট এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে রাতে লুটপাট চালায় একদল দুষ্কৃতী ছিনতাইসাথে সাথে প্রতিবন্ধী এক যুবতীর গলার মালা ছিড়ে নেওয়া হয় এবং পরনের জামা ছিড়ে দেয় ওই দুষ্কৃতীর দল। এই অভিযোগ তুলে আজ এসপি অফিস ঘেরাও অভিযান চালায় মহিলা মোর্চা।
আজ দুপুর ৩ টে নাগাদ জেলা পার্টি অফিস থেকে একটি মিছিল কোচবিহারের রাজপথ পরিক্রমা করে সাগরদীঘির পাশে অবস্থিত এসপি অফিসের সামনে জমায়েত হয়। এদিনের অভিযানে প্রচুর মহিলা কর্মীর জমায়েত লক্ষ্য করা যায়।
আরও পড়ুনঃজলঙ্গীতে নিষিদ্ধ কাশির সিরাপ-সহ গ্রেফতার ১
ভারতীয় জনতা মহিলা মোর্চার সম্পাদিকা দীপা চক্রবর্তী বলেন,”ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এক নম্বরে রয়েছে ধর্ষণ এবং শ্লীলতাহানীর দিক দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও এখানে নারীদের নেই কোন সম্মান। হায়দ্রাবাদ ঘটনায় আমরা দেখেছি পুলিশ নিজে এগিয়ে এনকাউন্টার করার মতো ঘটনাও ঘটিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে পুলিশ নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। গত পরশু দেওয়ানহাটে এক প্রতিবন্ধী যুবতীকে শ্লীলতাহানি করা হয় কারণ তার পরিবার বিজেপি করে। এই ঘটনার প্রতিবাদে আজ আমরা রাস্তায় নেমেছি এবং পুলিশ সুপারিনটেনডেন্ট কে স্মারকলিপি জমা দেবো পুলিশ যদি তার নিজস্ব ভূমিকা পালন না করে আমরা অনবরত আন্দোলন করবো”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584