নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা ভাইরাস নিয়ে এবার নয়া পদক্ষেপ নিল আলিপুরদুয়ার জেলা পুলিশ ।পুলিশের উদ্যোগে আলিপুরদুয়ার জেলার অসম-বাংলা সীমানায় বসানো হল ম্যান স্যানিটাইজিং চ্যানেল । উল্লেখ্য, গত ৭ ই এপ্রিল মঙ্গলবার নাকা চেকিং পয়েন্ট পরিদর্শন করেছিলেন স্পেশাল টাস্ক ফোর্সের আইজি অজয় কুমার নন্দা, রাজ্য পুলিশের আইজি (উত্তরবঙ্গ) আনন্দ কুমার।
কিছুদিনের মধ্যেই পাকরিগুড়িতে জীবাণু নাশক স্প্রে করার ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছিলেন পুলিশ সুপার অমিতাভ মাইতি। সেই মত শুরু হয়েছে জীবাণুনাশক স্প্রে। করোনার জেরে আগেই সিল করে দেওয়া হয়েছে অসম-বাংলা সীমানা। কেবলমাত্র অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণ কারী গাড়ি গুলি যাতায়াত করতে দেওয়া হচ্ছে অসম-বাংলা সীমানা দিয়ে।
আরও পড়ুনঃ লকডাউনে শহরবাসীর মনোরঞ্জনে রাস্তায় নামলো চতুর্থ সুরক্ষা বাহিনীর ব্যাণ্ড
ওই সব গাড়ির চালক ও খালাসিদের থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা আগে থেকেই চালু ছিল এখন চালক ও খালাসিদের থার্মাল স্ক্রিনিংয়ের পাশাপাশি ওই স্যানিটাইজিং চ্যানেলের মধ্য দিয়ে ঢুকে সেখানে তাঁদের জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে তারপর তারা গাড়ি নিয়ে এরাজ্যে ঢুকতে দেওয়া হচ্ছে । রবিবার পাকড়িগুড়ি ওই ম্যান স্যানিটাইজিং চ্যালেন পরিদর্শন করেন পুলিশের আধিকারিকরা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584