নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ভাইরাস মোকাবিলায় পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবুজায়ন বৃদ্ধিতে এগিয়ে এলেন পুলিশ কর্মীরা।
শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে থানা চত্ত্বরে বৃক্ষরোপন করলেন পুলিশ কর্মীরা। এদিন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জ থানায় প্রায় ৪০টি গাছ লাগানো হয়।
এদিনের এই বৃক্ষরোপন কর্মসুচীতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার, অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিং, রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা, রায়গঞ্জ পুরসভার পুরপিতা সন্দীপ বিশ্বাস, উপপৌরপিতা অরিন্দম সরকার সহ অন্যান্যরা। এদিন কাঠ জাতীয় গাছের পাশাপাশি প্রায় ১৫টি ফলের গাছও রোপন করা হয়।
আরও পড়ুনঃ বীরপাড়া শহরের বিভিন্ন জায়গায় চলছে বৃক্ষরোপন
পুলিশ সুপার জানান, ‘আমাদের বেঁচে থাকার অক্সিজেন জোগায় গাছ। তাছাড়া প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে আমাদের এই বিশেষ কর্মসুচী। আমাদের জেলার সব থানাতেই এই কর্মসুচী নেওয়া হয়েছে।’ এর পাশাপাশি এদিন উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ জেলার চাকুলিয়া, ইসলামপুর, গোয়ালপোখর সহ সব থানাতেই এই কর্মসুচী নেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584