জন্মদিনে বন্ধুদের সাথে স্কুলের মাঠে বসে মদের আসর, দুই ছাত্রকে আটক পুলিশের

0
120

মনিরুল হক, কোচবিহারঃ

wine rescue | newsfront.co
উদ্ধার হওয়া মদের বোতল। নিজস্ব চিত্র

নিজের জন্মদিনে বন্ধুদের সাথে স্কুলের ভিতর মাঠে বসে মদের আসর বসানোর অভিযোগে দুই ছাত্রকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। এই ঘটনা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় শিক্ষানুরাগী মহলে।

wine | newsfront.co
নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটেছে নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে। স্বাভাবিকভাবে নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে দুই বোতল মদ সহ দুই ছাত্র উদ্ধারের ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় শিক্ষানুরাগী মহলে।

আরও পড়ুনঃ ভগবানগোলার ভাঙনপাড়ায় জলবন্দি এলাকাবাসী

student | newsfront.co
ধৃত দুই। নিজস্ব চিত্র

জানা গেছে, শুক্রবার সকালে বিভিন্ন এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন তুফানগঞ্জের মহকুমা শাসক অরবিন্দ ঘোষ। তিনি গোপন সূত্রে খবর পেয়ে হানা দেন নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে এক ছাত্রের জন্মদিন উপলক্ষ্যে মদের আসরে বসেছিল পাঁচ ছাত্র।

locality | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রহস্যজনক ভাবে মৃত নাবালিকার ময়নাতদন্তে বাধা মায়ের

মহকুমা শাসক ও ডেপুটি ম্যাজিস্ট্রেট দিব্যেন্দু গোস্বামী ও সৌমেন দূতরাজ অভিযান চালিয়ে দুই ছাত্রকে হাতেনাতে ধরে ফেলেন। সেই সময় সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় তিন ছাত্র। ওই ছাত্রদের মধ্যে একজনের ব্যাগ থেকে দুটি বিদেশি মদের বোতল উদ্ধার হয়।

স্থানীয় বিবেকানন্দ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার গঙ্গোপাধ্যায় বলেন, “এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে ছাত্ররা বারবার মদের আসর বসাচ্ছে, তা খতিয়ে দেখা উচিত সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনকে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here