নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার মেজবাবু করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। এই প্রথম কোনও করোনা যোদ্ধা পুলিশ আধিকারিক শহিদ হলেন পশ্চিম মেদিনীপুর জেলায়।
আরও পড়ুনঃ গঙ্গসাগরে কপিল মুনির মন্দির চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড
সবং থানার সেকেন্ড অফিসার বা মেজবাবু অতনু প্রামানিক মাত্র ৩৮ বছর বয়সেই প্রাণ হারালেন। মঙ্গলবার ভোরে হাওড়ার নারায়ণী হাসপাতালে প্রাণ হারিয়েছেন তিনি। সোমবার তাকে শালবনী হাসপাতাল থেকে হাওড়ার নারায়ণীতে স্থানান্তরিত করা হয়েছিল।কিন্তু ১৪ ঘন্টার লড়াই শেষে জয়ী হল মৃত্যুই।
উল্লেখ্য গত ৫ ই সেপ্টেম্বর সবং হাসপাতালে আ্যন্টিজেন পরীক্ষায় পজিটিভ হওয়ার পরেই ডেবরা সেফ হোমে ভর্তি করা হয় তাকে। জ্বর না কমায় দুদিন পরেই ৭ই সেপ্টেম্বর তাকে পাঠানো হয় শালবনী লেভেল ফোর করোনা হাসপাতালে।
আরও পড়ুনঃ রাজ্যে ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৩,২২৭, মৃত ৫৯, সুস্থ ২,৯১৯
এরপরই সোমবার তাকে পাঠানো হয় নারায়ণী হাসপাতালে। সেখানেই মঙ্গলবার তরুণ দক্ষ পুলিশ আধিকারিক অতনু প্রামানিক করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু সংবাদ পশ্চিম মেদিনীপুর জেলায় এসে পৌঁছলে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ লাইনে শোকের ছায়া নেমে আসে।শোকের ছায়া নেমে আসে সবং থানায় ও তার পরিবারে।
যেভাবে পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে তাতে অজানা আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছেন জেলার বাসিন্দারা। এর আগে একজন করোনা যোদ্ধা ৩৬ বছর বয়সী মেদিনীপুর মেডিকেল কলেজের এক চিকিৎসক মারা গেছে, মারা গেছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সহকারি প্রধান শিক্ষক, মারা গেছেন কালেক্টরে কর্মরত এক সরকারি আধিকারিক, মারা গিয়েছে বেলদা হাসপাতালের স্বাস্থ্য কর্মীও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584