শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
আবারও অসহায় বৃদ্ধের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়ল পুলিশ প্রশাসন। করোনা মোকাবিলায় রাজ্য জুড়ে জারি হয়েছে লক ডাউন। আর এই লকডাউনের জেরে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের, ভবঘুরে মানুষজনেরা।
প্রশাসনিক দক্ষতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার দিকে তাকিয়ে দিন রাত এক করে অসহায় অভুক্ত ভবঘুরে মানুষদের সেবা করে চলেছেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস। খবর পেতেই ব্যক্তিগত উদ্যোগেই বহু দূর দূরান্তে থাকা অসহায় মানুষজনদের বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন নানান খাদ্য সামগ্রী।
আরও পড়ুনঃ লকডাউন চলাকালীন নবদ্বীপ পুরসভার তরফে, দরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ
লকডাউন এর জেরে বেশ কদিন ধরেই অনাহারে দিন কাটাচ্ছিলেন সরাইহাট, মালোম এলাকার ৭০ ঊর্ধ্ব সুনীল সরকার । দীর্ঘদিন ধরেই পচনশীল সংক্রমনে নষ্ট হয়ে গেছে তার একটি পা। আত্মীয়-স্বজন থাকলেও তারাও তাকে ছেড়েছেন বহুকাল আগে।
বছরের অন্যান্য দিন অত্যন্ত কষ্ট করে ভিক্ষা করে চললেও, এই লক ডাউনের জেরে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছিল তার খাদ্য সংস্থান। আর তারপর এইদিন সকালে খবর পাওয়া মাত্রই, গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস ত্রাতা রূপে পৌঁছলেন অসহায় সুনীল সরকারের বাড়িতে। এসে তার হাতে তুলে দিলেন চাল, ডাল, তেল, আলু সহ অন্যান্য খাদ্য সামগ্রী।
এই বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস বলেন ” লকডাউনের জেরে সমস্যায় পড়া অত্যন্ত অসহায় মানুষদের খুঁজে বের করে তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। এভাবে আগামীতেও মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাবো”।
দেশ জুড়ে করোনা অবহের মধ্যেই মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাসের এই মানবিক উদ্যোগকে সাধু বাদ জানিয়েছেন এলাকার সকল স্তরের মানুষজন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584