মাস্ক হীন বিডিও, হেনস্থা পুলিশের

0
84

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

পুলিশের নাকা চেকিং চলার সময় মাস্ক না পড়ায় পুলিশের হাতে এক বিডিওর হেনস্থার ঘটনায় উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলায়।

block development officer | newsfront.co
শ্রীমান বন্দ্যোপাধ্যায়, বিডিও। নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার রাত্রে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর এলাকায়। ওই বিডিওর নাম শ্রীমান বন্দোপাধ্যায়। উনি জেলার হরিরামপুর ব্লকের বিডিও পদে কর্মরত।

অভিযোগ, মাস্ক না পড়ার জন্য পুলিশের হেনস্থার মুখে পড়ে মেজাজ হারিয়ে ওই বিডিও নাকি পুলিশের গায়ে হাত দিয়েছেন। তবে পরে পুলিশের তরফে তাকে চিনতে না পারার কারণে পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।

block development officer | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা গেছে রাত নয়টা নাগাদ ওই জাতীয় সড়ক দিয়ে হরিরামপুরের বিডিও তার গাড়িতে করে যাচ্ছিলেন। পুলিশ তার গাড়ি আটকে কেন তিনি মাস্ক পড়েননি এই প্রশ্ন করে, লকডাউনের বিধি মানার ব্যাপারে, তাকে কর্তব্যরত পুলিশ অফিসার বলেন।

আরও পড়ুনঃ “আমরা কিভাবে তাদের হাঁটা আটকাবো?”: শ্রমিকদের ব্যাপারে শীর্ষ আদালত

জাতীয় সড়কের বুনিয়াদপুর ত্রিকোন মোড়টি জনবহুল এলাকা। জনসমক্ষে পুলিশের হেনস্থার মুখে পড়ে এরপরেই গাড়ি থেকে রাস্তায় নেমে আসেন ওই বিডিও। স্থানীয়দের অভিযোগ এরপরেই ওই বিডিও তার পরিচয় দিয়ে পুলিশের সাথে তর্ক জুড়ে দেন এবং পুলিশের গায়ে হাত দেন বলেও অভিযোগ।

এদিকে বিডিওর পরিচয় জানার পর পুলিশের অফিসাররা তাদের ভুল বুঝতে পেরে তার কাছে দুঃখ প্রকাশ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালান বলে জানা গেছে। যদিও ওই বিডিও পুলিশের গায়ে হাত দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here