নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
পরিযায়ী শ্রমিক বোঝাই লরি আটকে ছিল পুলিশ। কিন্তু সেই শ্রমিকদের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিলেন। পুলিশের সহযোগিতায় বীরপাড়া হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন মা আকলিমা বিবি(২৭) মাতৃ দিবসে পুলিশের সহযোগিতায় মা হতে পেরে খুশি আকলিমা।
জানা গিয়েছে, অসমের কোকরাঝার জেলার ভূমাবাড়ি ১ নম্বর এলাকার বাসিন্দা আতোয়ার রহমান তার স্ত্রীকে নিয়ে বাইরের রাজ্যে কাজ করতে গিয়েছিলেন।
পাঞ্জাব নম্বরের একটি গাড়িতে করে বেআইনিভাবে তারা বাড়ি ফিরছিলেন। আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার এথেলবাড়ি চেকপোষ্টে পরিযায়ী শ্রমিক বোঝাই ট্রাক আটক করে পুলিশ। রবিবার সকাল ১১ টা ৩৫ মিনিট এই ট্রাক আটক করে পুলিশ। ট্রাকে থাকা ১২২ জন পরিযায়ী শ্রমিকদের একটি নিরাপদ জায়গায় নিয়ে গেলে প্রসব বেদনা অনুভব করেন ২৭ বছরের আকলিমা।
আরও পড়ুনঃ করোনা যোদ্ধা হিসেবে সাংবাদিকদের সংবর্ধনা গৃহবধূর
পুলিশ সঙ্গে সঙ্গে তাকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে ।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, “ সকাল ১১ টা ৩৫ মিনিট নাগাদ আমরা এই ট্রাক আটক করি। অসমের কোকরাঝারের এস পির সঙ্গে কথা বলি। কিন্তু অসমে গিয়ে এরা হয়রানির মুখে পড়তে পারেন ভেবে এদের বীরপাড়াতে নিরাপদ জায়গায় নামিয়ে নেওয়া হয়।
তারপর প্রসব বেদনা অনুভব করলে আমরাই ওই গর্ভবতী মাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানেই পুত্র সন্তানের জন্ম দেন আকলিমা। মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন। পুলিশ থাকা খাওয়ার সব ব্যবস্থা করছে। পরে এদের অ্যাম্বুলেন্সে করে বাড়িতে ফেরার ব্যবস্থা করা হবে।”
আরও পড়ুনঃ বীরপাড়ায় করোনা সচেতনতা প্রচার, মাস্ক বিলি
আকলিমার স্বামী আতোয়ার বলেন , “ পুলিশ সহযোগিতা করায় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। তেল, সাবান, কাপড় সব পুলিশ আমাকে কিনে দিয়েছে। সামান্য টাকাও হাতে দিয়েছে। মা ও ছেলে দুই জনই সুস্থ আছে।“ মা দিবসে মাকে সাহায্য করার পুলিশের এই ভুমিকার প্রশংসা করছে বিভিন্ন মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584