নাবালককে দুষ্কৃতী ভেবে পুলিশি হানার অভিযোগ কুলপি থানার বিরুদ্ধে

0
129

শান্তনু পুরকাইত,দক্ষিণ ২৪ পরগণাঃ

family member | newsfront.co
নিজস্ব চিত্র

ইমামের বাড়িতে পুলিশি হানার অভিযোগ। অভিযোগ কুলপি থানার পুলিশের বিরুদ্ধে। এক নাবালককে দুষ্কৃতী ভেবে জেরা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গাজিপুর গ্রামপঞ্চায়েতের ছামনামুনিতে ঘটেছে ঘটনা। ইমাম সাজাহান পাইকের অষ্টম শ্রেণী পাঠরত ছোট ছেলে জাহিদুলের উপর ঘটেছে এই ঘটনা।

jahidul islam | newsfront.co
জাহিদুল ইসলাম পাইক নিজস্ব চিত্র
sajahan paike | newsfront.co
সাজাহান পাইক। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কাকদ্বীপে সিভিল ডিফেন্স কর্মীদের বিক্ষোভ ডেপুটেশন

ইমাম সাজাহান পাইকের ছয় ছেলে বলে জানাযায়। তার স্ত্রী অসুস্থ খোলেজা বিবি। জানা গিয়েছে গতকাল রাতে কুলপি থানার পুলিশ তার বাড়িতে গিয়ে বোমা রাখার অভিযোগে হানা দেয়। ওই পরিবারের সদস্যদের মারধরও করা হয় বলে অভিযোগ। অভিযোগ তাদের বাড়ির ছোট ছেলে নাকি বোমা মজুত করে রেখেছে বাড়িতে। বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here