নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
করোনা পরিস্থিতিতেও অস্থায়ী থানা তৈরি করে সাধারণ মানুষের সমস্যা শুনতে তৎপর জলঙ্গি থানার ওসি। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার বাসিন্দারা।
জলঙ্গি থানার ওসি উৎপল কুমার দাস সাধারণ মানুষের সমস্যা শুনতে অস্থায়ী থানা নিয়ে হাজির হলেন চোয়া পাড়া অঞ্চলের সরকার পাড়া গ্রামে।
আরও পড়ুনঃ অভাবের সংসারে উচ্চমাধ্যমিকে নজরকাড়া রেজাল্ট ফালাকাটার বুবুনের
সেখানে গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনলেন তিনি। জলঙ্গি থানার ওসি জানান, ‘অনেক অসহায় মানুষ আছেন যারা থানায় আসতে পারেন না। তাদের জন্যই এমন এই উদ্যোগ।’ এদিন রাস্তার ধারে একটি বট গাছের তলায় টেবিল চেয়ার নিয়ে বসে পড়েন ওসি।
পুলিশের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। তারা জানান, ‘পুলিশ আমদের বাড়িতে এসে এবার আমাদের অভাব অভিযোগ শুনছে। এটা আমাদের কাছে অনেক পাওয়া। এমন ভাবে আমাদের সহায়তা দিলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584