নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কালিয়াগঞ্জের কুনোর সিএনসিপি বয়েজ হোম থেকে পলাতক ৩ আবাসিক কিশোরকে উদ্ধার করল ইটাহার থানার পুলিশ।
দোকানে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই ৩ আবাসিকের একজন সঙ্গী আরো দুজনকে নিয়ে হেঁটেই ইটাহারের সুলিয়া পাড়া পর্যন্ত পৌঁছে যায়।
সেখানে এক চায়ের দোকানে চুরি করার চেষ্টা করলে দোকানের মালিক তাঁদের ৩ জনকে ধরে ফেলে। এরপর পুলিশে খবর দেন। পুলিশ এসে ৩ জনকে থানায় নিয়ে গেলে আসল কথা জানতে পারে। পুলিশ তারপর কালিয়াগঞ্জ থানায় যোগাযোগ করে।
আরও পড়ুনঃ করোনা নয়, নদীর জলস্তর বাড়ায় আতঙ্কিত গ্রামবাসীরা
শনিবার সকালে কালিয়াগঞ্জের হোম থেকে ৩ কিশোর পালিয়ে ছিল। জেলা শিশু কল্যাণ সমিতির অধীনে কালিয়াগঞ্জের কুনোর ভারত সেবাশ্রম সংঘ ক্যাম্পাসে এই হোম রয়েছে। সেখানেই তাঁরা থাকত। তাঁদের ফের হোমে কড়া পাহারায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে।
উল্লেখ্য, অপরাধের ঘটনায় পুলিশের হাতে ধরা পড়া বা প্রশাসনের মাধ্যমে উদ্ধার হওয়া অনাথ শিশুদের এই হোমে রাখা হয়। মোট ১৬ জন শিশু রয়েছে কালিয়াগঞ্জের কুনোর সিএনসিপি বয়েজ হোমে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584