গঙ্গারামপুরে গোষ্ঠীদ্বন্দ্বের তদন্তে উদ্ধার কারবাইন

0
69

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

গঙ্গারামপুরের সুকদেবপুরের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় ধৃতদের জেরা করে উদ্ধার হল একটি ইম্প্রভাইজ কারবাইন। সুকদেবপুরের নারায়নপুর এলাকা থেকে ধৃত অলক দাসের বাড়ি থেকে ৯ রাউন্ড গুলিসহ কার্বাইনটি উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশ। পাশাপাশি, সুকদেবপুরের অপর একটি জায়গা থেকে একটি কার্তুজ সহ একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ননী গোপাল রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

police officer | newsfront.co
নিজস্ব চিত্র

গত ১৯শে জানুয়ারি সকালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে দুইজনের মৃত্যু হয়। তৃণমূল কর্মী সনজিত সরকার গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সংঘর্ষের জেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তৃণমূলের গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কালিপদ সরকার। ওইদিনই গঙ্গারামপুর থানার পুলিশ ওই এলাকা থেকে চার রাউন্ড গুলিসহ একটি অটোমেটিক পিস্তল উদ্ধার করে। ঘটনায় সাতজনকে গ্রেফতার করার পর দুইজনকে পুলিশি হেফাজতে নেয় গঙ্গারামপুর থানার পুলিশ।

police officers | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শিবডাঙ্গি এলাকায় ভেঙে পড়া সেতু পুনর্নির্মাণের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ স্থানীয় মহিলাদের

এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত এক সাংবাদিক বৈঠকে জানান, ওই ঘটনায় ধৃত পুলিশি হেফাজতে থাকা অলক দাস কে জেরা করে গঙ্গারামপুর থানার পুলিশ ৯ রাউন্ড গুলিসহ একটি কারবাইন উদ্ধার করেছে।

বিধানসভা নির্বাচনের আগে, জেলায় বারবার পিস্তল জাতীয় আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর কারবাইন উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here