রেশন ডিলারের দোকান সিল করলো প্রশাসন

0
150

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

গত কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সাঁইবাড়িতে রেশন দুর্নীতির অভিযোগে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। অভিযোগ ওঠে স্থানীয় তপন সাউ নামের এক রেশন ডিলারের বিরুদ্ধে। অভিযোগ ডিলার প্রত্যেক গ্রাহককে ২-৩ কেজি করে তাদের চাল কম দিচ্ছে।

police officer seal shop of ration dealer | newsfront.co
নিজস্ব চিত্র

সেই বিষয় নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা, ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনিক আধিকারীকেরা এস সামাল দেন। তারপর আজ সেই রেশন ডিলারের অফিস নন্দীগ্রাম থানার পুলিশ এবং খাদ্য দফতরের আধিকারীকেরা গিয়ে সিল করে দিলেন।

police officer seal shop of ration dealer | newsfront.co
নিজস্ব চিত্র

এই বিষয়ে ফুড ইন্সপেক্টর শংকর সরদার বলেন, যেসকল গ্রাহকরা এখনো রেশন পাননি তারা দ্রুত পেয়ে যাবেন। আমরা এর মধ্যে এলাকার জনপ্রতিনিধিদের বলেছি স্থান নির্বাচন করতে।

আরও পড়ুনঃ লকডাউনে মুখ থুবড়ে পড়েছে কালিয়াগঞ্জের কার্পেট শিল্প

যেখান থেকে গ্রাহকরা রেশন সামগ্রী গুলো পেতে পারেন।আগানী দু-একদিনের মধ্যে সেই ব্যাবস্থা হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

বলেন স্থান নির্ধারন হয়ে গেলেই সাসপেন্ড রেশন ডিলার তপন সাউর গোডাউনে মজুদ থাকা রেশন সামগ্রী বের করে নিয়ে এসে নতুন স্থান থেকে গ্রাহকদের মধ্যে বিতরণ করা হবে।প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। রেশন ডিলার এই নিয়ে কোন মন্তব্য করতে রাজী হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here