নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনাকে ঢাল করে মোবাইল ফোনে প্রতারণা রুখতে এবার সচেতনতামূলক প্রচারে নামল পুলিশ। সোশ্যাল মিডিয়াকেই প্রচারের মাধ্যম হিসাবে বেছে নিয়েছে তারা।
করোনা নিয়ে আতঙ্ক ও উৎকণ্ঠা মানুষের মনে বাসা বেঁধেছে। কোথায়, কতজন আক্রান্ত, তা জানতে সবসময় উদগ্রীব হয়ে রয়েছেন মানুষ। এরই সুযোগে ফাঁদ পাতচ্ছে হ্যাকাররা। রায়গঞ্জ পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ এসেছে। এরপরই নড়েচড়ে বসেছে পুলিশ।
পুলিশ অফিসাররা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাঁটির ফাঁকে করোনার খবর জানতে চেয়ে কোনও লিঙ্কে ক্লিক করলেই অনেক সময় বিপাকে পড়ছেন মানুষ। ফোনের তথ্য তো চুরি যাচ্ছে। সেইসঙ্গে অনেক সময় ফোন লক হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় প্রতারণা নিয়ে সতর্ক করতে এবার প্রচারে নামল পুলিশ। হাতিয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াকেই।
আরও পড়ুনঃ প্রবল বর্ষণে নাজেহাল রাজধানী! ভাঙল বাড়ি জলের তলায় বাস, মৃত্যু ১
জেলার এসপি সুমিত কুমার জানিয়েছেন, সম্প্রতি একটি লিঙ্কের মাধ্যমে সাধারণ মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছেন। ওই লিঙ্কটি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। তাতে ক্লিক করলেই ফোনে একটি অ্যাপ ডাউনলোড করার কথা বলা হচ্ছে। অ্যাপটি ডাউনলোড করলেই ফোনে একটি ভাইরাস চলে আসছে।
ফোনটি প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। ফোনটি ফের নিজের নিয়ন্ত্রণে পেতে গেলে টাকা দাবি করা হচ্ছে। অনলাইনে সেই টাকা একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করার কথা বলা হচ্ছে। টাকা দিলে তবেই ফোন ফের খোলা সম্ভব হচ্ছে। পুলিশ ঘটনার কথা জানতে পারার পর থেকেই সাইবার ক্রাইম থানার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি সচেতনতামূলক প্রচারও চালানো হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584