পশ্চিম মেদিনীপুরে মাস্কহীন ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশের

0
22

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

police officer | newsfront.co
নিজস্ব চিত্র

মহামারী করোনা পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয় দেশে।ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যা বৃদ্ধি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় করোনা মোকাবিলায় প্রয়োজন প্রত্যেককে অত্যাবশ্যকীয় ভাবে মাস্ক ব্যবহার করা। কিন্তু বেশির ভাগ মানুষ তা মানছেননা।

বিনা মাস্কে অনিয়ন্ত্রিতভাবে ঘুরে বেড়াচ্ছেন যত্রতত্র। আর এই অনিয়ন্ত্রিত ব্যক্তিদের নিয়ন্ত্রণে আনতে করোনা পরিস্থিতির প্রথমদিকের মতোন আবারও পথে নামল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার পুলিশ প্রশাসন।

আরও পড়ুনঃ অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে ছুরি, চাকু নিয়ে বিক্ষোভ

রবিবার সন্ধ্যা নাগাদ বেলদা বাজারের ওপর মাস্ক বিহীন পথচলতি মানুষ থেকে যানবাহন আরোহীদের ধরে কঠোর ভাবে আইন বলবৎ করতে দেখা গেল পুলিশ প্রশাসনকে। তবে এর আগে গত কয়েকদিন ধরে পুলিশ প্রশাসনের সেইভাবে তৎপরতা চোখে পড়ছিলো না।যতটা করোনা পরিস্থিতির প্রথমদিকে তৎপরতা ছিল।

তবে করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ প্রশাসনের আবার পথে নেমে তৎপরতা দেখা দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সচেতন ব্যক্তিরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here