মনিরুল হক, কোচবিহারঃ
রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন রাজার শহর কোচবিহার। রবিবার বিকেল থেকেই গোটা জেলা জুরেই চলছে অবিরাম বৃষ্টিপাত। একটানা বৃষ্টির ফলে শহরের বিভিন্ন এলাকায় কম বেশী জল দায়িয়ে পরার পাশাপাশি কোচবিহার শহরের ১৮ নং ওয়ার্ডের ফাঁসির ঘাটের জলমগ্ন এলাকা পরিদর্শনে যান কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়।
এদিন ওই পুলিশের আধিকারিক স্থানীয় লোকজন দের সাথে কথা বলেন। একদিকে যখন নদীতে হু হু করে জল বাড়ছে সেই সময় থানার আইসিকে কাছে পেয়ে খুশি ফাঁসিরঘাঁট সংলগ্ন এলাকার বাসিন্দারা তাদের সমস্যার কথা তুলে ধরেন।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় কোচবিহার সদরে বৃষ্টি হয়েছে ১৭৭:১০ মিমি, মাথাভাঙায় ১০৩:৮০ মিমি, তুফানগঞ্জে বৃষ্টি হয় ৫৮:০৫ মিমি বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
সোমবার বিকালে এই খবর লেখা পর্যন্ত বজ্রপাত সহ অঝোর ধারায় বৃষ্টি চলছে। টানা এই বর্ষণে জেলার নদী গুলির জল উর্ধ্বমুখী।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, জল ক্রমশ বাড়ছে তোর্সা নদীতে। কোচবিহার সদরে তোর্সা ছাড়াও, মাথাভাঙার কাছে মানসাই ও তুফানগঞ্জের কাছে রায়ডাক ১ নদীতে জল বাড়ছে।
আরও পড়ুনঃ রাত থেকে অঝোর বৃষ্টি আলিপুরদুয়ারে
কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা জানিয়েছেন, নদী গুলিতে জল বাড়ছে। যে কোন পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন তৈরী রয়েছে। সংশ্লিষ্ট আধিকারিক বাদেও সীমান্ত রক্ষী বাহিনীকেও সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোন রকম পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন তৈরি রয়েছে বলে জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584