নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ টাউন ষ্টেশনে দেওয়া ফোন নম্বর সুইচড অফ থাকায় এক করোনা পজিটিভ ভাইরাসে আক্রান্তকে খুঁজে বের করতে হিমসিম খাচ্ছে পুলিশ। শনিবার মালদহ জেলার আটটি গ্রাম পঞ্চায়েত এলাকা খুঁজেও আক্রান্তের হদিশ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার জেলার ৪৪ জনের লালারসের নমুনা পরীক্ষায় পজিটিভ এলে তাদের খোঁজ শুরু হয়। ভিনরাজ্য থেকে ফিরে এসে লালারসে নমুনা নেওয়ার সময় তাদের ঠিকানা ও ফোন নম্বর নথিভুক্ত করেছিল প্রশাসন। আক্রান্তদের মধ্যে চাঁচল ১ এবং ২ নম্বর ব্লকের দুজনের নাম করোনা পজিটিভ হিসাবে ছিল।
আরও পড়ুনঃ শিলিগুড়ি শেঠ শ্রীলাল মার্কেটের এক ব্যবসায়ী করোনায় আক্রান্ত
চাঁচল ২ নম্বর ব্লকের আক্রান্তকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। কিন্তু চাঁচল ১ নম্বর ব্লকের আক্রান্তের ফোন নম্বর দেওয়া থাকলেও ঠিকানা ছিল না। কিন্তু সেই ফোন নম্বর সুইচড অফ থাকায় সেই ব্যক্তির নাগাল পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছে প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584