করোনা মোকাবিলায় বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় টহল পুলিশ আধিকারিকের

0
46

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

বর্তমান পরিস্থিতিতে মহামারি করোনা ভাইরাস প্রতিদিন বেড়েই চলেছে দেশে। সে কারণেই করোনা মোকাবিলা করার জন্য মুর্শিদাবাদের ডোমকলে চলে পুলিশের কড়া টহলদারী। এমন পরিস্থিতিতে পুলিশ প্রশাসনকে কড়া হবার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এছাড়াও বারবার সরকারের নির্দেশিকা মেনে চলার জন্য রাজ্যবাসীর কাছে আবেদনও করেন মুখ্যমন্ত্রী।

Police | newsfront.co
এলাকায় পুলিশের টহলদারী। নিজস্ব চিত্র

কিন্তু রাজ্যের অনেক জেলাতে সরকারের নির্দেশিকা মানা হচ্ছে না বলে খবর। তাই রবিবার মুর্শিদাবাদের ডোমকল জুড়ে করোনা মোকাবিলার পাশাপাশি কোথায় কিভাবে সরকারের নির্দেশিকা মানা হচ্ছে, তা দেখার জন্য ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরীর উপস্থিতিতে চলে কড়া টহলদারী।

আরও পড়ুনঃ লকডাউনে বিপদে পড়া দুঃস্থ পরিবহন কর্মীদের ত্রাণ বিতরণ অরাজনৈতিক সংগঠনের

police | newsfront.co
নিজস্ব চিত্র

এর পাশাপাশি এদিন মানুষকে সচেতনতা ও সতর্কতার জন্য সবজির দোকান, ওষুধের দোকান, মুদি দোকান ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ রাখতে বলে। এছাড়াও অতি অবশ্যই একে অপরের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি লকডাউনকে সফল ও সদা সতর্ক এবং সুস্থ থাকার কথাও বলেন পুলিশ আধিকারিক। এর পাশাপাশি এদিন প্রায় ডোমকল শহরের পাঁচ কিলোমিটার রাস্তায় পুলিশ বাহিনী নিয়ে, টহলদারী চালায় বলে পুলিশ সূত্রে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here