সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
মদের দোকান করোনা ভাইরাসের জেরে এখন তালা বন্ধ। এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু চোলাই কারবারি রমরমিয়ে বে-আইনি ব্যবসা করতে চাইছে। পুলিশের আশঙ্কা চোলাই কারবারিরা যেভাবে বেআইনি কারবার করছে তাতে প্রাণহানি ঘটতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, এখন সরকার স্বীকৃত মদের দোকান বন্ধ। ভাঁড়ারে টান পড়ায় অনেক মানুষই বেশি দাম দিয়ে মদ কিনছেন। তাতেও অনেক সময় তৃপ্তি মিটছে না ক্রেতার। ফলে ক্রমাগত চাহিদা বেড়ে চলেছে চোলাই-এর।
আরও পড়ুনঃ নিম্ন মানের ত্রান বিলিকে ঘিরে কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ বাসিন্দাদের
পুলিশকর্তাদের আশঙ্কা, নদীয়ার শান্তিপুরে বিষাক্ত চোলাইয়ে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছিলেন। সে ঘটনার স্মৃতি এখনো টাটকা। করোনা ভাইরাস প্রতিরোধ করতে পুলিশ প্রশাসন সবাই যখন ব্যস্ত তখন চোলাই সংক্রান্ত কিছু ঘটলে তা সামলানো কঠিন হবে বলেই মত একাংশের।
উল্লেখ্য, গত কয়েক দিনে একশো লিটার চোলাই উদ্ধার হয়েছে। বর্ধমান,গলসি থানা চারজন চোলাই কারবারিকে গ্রেফতারও করেছে। তাদেরকে গ্রেফতারের পরেই জানা যাচ্ছে, যে প্যাকেট আগে ১০ থেকে ১২ টাকায় বিক্রি হতো তাই এখন বিক্রি হচ্ছে ৬০ টাকারও বেশি দামে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584