নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বৃহস্পতিবার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি, তেলিপাড়া, ঘোরামাড়া সহ কামাখ্যাগুড়ি বাজারের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিনা মাস্কে থাকা ২৫ জনকে গ্রেফতার করলো কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ।এদিনের অভিযানে নেতৃত্ব দেন কামাখ্যাগুড়ি ফাঁড়ির ওসি নয়ন দাস।
উল্লেখ্য, রাজ্যের নির্দেশ অনুযায়ী মাস্ক পরা বাধ্যতামূলক এবং করোনা সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহার করা খুবই জরুরি এই কথাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেইমতো করোনা সংক্রমণ রুখতে পুলিশের পক্ষ থেকে এদিন এই অভিযান চালানো হয়। তবে পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতনও করা হয়। পুলিশের পক্ষ থেকে এলাকার দোকান বাজার গুলোতে গিয়ে মাস্কহীন ব্যক্তিদের পণ্য না দেওয়ার কথা জানানো হয়।
আরও পড়ুনঃ প্রকাশ্যে এল পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
এছাড়াও পুলিশের পক্ষ থেকে এলাকার হোটেল গুলিতে মাস্ক স্যানিটাইজার এবং গ্লাভস পরার আবেদন জানানো হয়। এই বিষয়ে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি নয়ন দাস বলেন, “মাস্ক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তাই সরকারি নির্দেশ মেনে চলার কথা সাধারণ মানুষকে বলা হয় এবং কিছু সংখ্যক ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়।” নিজেদের এলাকা সুরক্ষিত রাখার জন্য সরকারি নির্দেশে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার খুবই জরুরি বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584