নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুরঃ
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য রাজ্য প্রশাসনের পক্ষ থেকে রাজ্যজুড়ে সাপ্তাহিক সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছিল। শুক্রবার ছিল সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সাপ্তাহিক লকডাউন। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে লক ডাউন সম্পূর্ণ সফল করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ জনশূন্য বীরপাড়া মাদারিহাট
তাই লকডাউনকে সফল করার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়।পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি এলাকায় পুলিশ কড়া নজরদারির পাশাপাশি তল্লাশি অভিযান চালায়। পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে লকডাউন অমান্য করার অপরাধে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে ২৫৪ জনকে গ্রেফতার করেছে।সেই সঙ্গে আটক করা হয়েছে বেশ কয়েকটি মোটরবাইক।
বারবার প্রশাসনের নির্দেশ অমান্য করে রাস্তায় ঘুরে বেড়ানোর অপরাধে ও লকডাউন অমান্য করার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ২৫৪ জনকে গ্রেফতার করেছে বলে জানালেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দিনেশ কুমার।
আরও পড়ুনঃ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘিরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
তবে লকডাউন সম্পূর্ণভাবে সফল হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার দিনেশ কুমার জানান। জেলার সমস্ত দোকানপাট হাট-বাজার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণ পরিবহন ব্যবস্থা বন্ধ ছিল। রাস্তায় সেভাবে লোকজন দেখা যায়নি।
যার ফলে শুক্রবার লকডাউন সম্পূর্ণভাবে সফল হয়েছে বলে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশের পক্ষ থেকে জানানো হয়।লকডাউনকে কেন্দ্র করে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে লকডাউন অমান্য করার অপরাধে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ২৫৪ জনকে গ্রেফতার করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584