নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউন অমান্য করার অভিযোগে শনিবার কালিয়াগঞ্জে ৩৯ জনকে আটক করেছে পুলিশ। লকডাউনের দিনে কালিয়াগঞ্জ শহরের শান্তিকলোনী এলাকায় শ্রীমতি নদীতে মাছ ধরতে নামা একদল মানুষকে এদিন গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ডিএসপি (সদর)এর নেতৃত্বে শনিবার সকাল থেকে রাস্তায় নামে কালিয়াগঞ্জ থানার পুলিশ অফিসারেরা। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি ট্রাফিক বিভাগের ওসির নেতৃত্বে কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে নাকা চেকিং শুরু করা হয়।
আরও পড়ুনঃ লকডাউন অমান্য করায় জটেশ্বরে গ্রেফতার ১৫ জন
শনিবার কালিয়াগঞ্জ পুরসভা বন্ধ থাকলেও পুর প্রশাসক কার্তিক পাল জানান করোনা ও ডেঙ্গু মোকাবিলার কাজে যুক্ত স্বাস্থ্য ও সাফাই বিভাগের কাজ চালু ছিল। সরকারি অফিস, ব্যাংক সহ সমস্ত প্রতিষ্ঠান এদিন বন্ধ থাকায় কালিয়াগঞ্জের রাস্তাঘাট ছিল শুনশান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584