মনিরুল হক, কোচবিহারঃ
এক বাংলাদেশী ব্যক্তিকে আটক করল দিনহাটা সাহেবগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার দিনহাটা-২ ব্লকের পূর্ব সাহেবগঞ্জ এলাকায় এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে এলাকায় স্থানীয় বাসিন্দারা । পরে তাদের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ ৷ এসে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই ব্যক্তির নাম রবীন্দ্রনাথ রায় (৪৫)। ওই ব্যক্তি বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা। জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ সাহেবগঞ্জ থানার অন্তর্গত পূর্ব সাহেবগঞ্জ এলাকায় বাংলাদেশী সন্দেহে তাঁকে আটকে রাখেন স্থানীয়রা।
পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসে। অসুস্থ ওই ব্যক্তির চিকিৎসা ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এরপর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের তরফে। ধৃত ওই ব্যক্তি পুলিশি জেরায় জানায়,পেটের দায়ে একরকম অসহায় হয়ে সীমান্ত পেরিয়ে তিনি এদেশে এসেছেন।
আরও পড়ুনঃ অস্থায়ী কর্মী নিয়োগ ঘিরে ধুন্ধুমার খড়্গপুরে, আহত ১০
এই বিষয়ে সাহেবগঞ্জ থানার এক পুলিশ আধিকারিক জানান, আইন মেনেই সব ধরণের পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যথাসময়ে অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি অন্য এক বাংলাদেশীও একই ভাবে অনুপ্রবেশ করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়। ওই ব্যক্তির নাম মহম্মদ সাকিল (২৪)। তাঁর বাড়ি বাংলাদেশের পুরাতন ঢাকার কামরাঙ্গিছাড় এলাকায় ৷ তাঁর ভারতীয় ভুখন্ডে অনুপ্রবেশের কারণ অবশ্য এখনও পর্যন্ত জানা যায় নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584