নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
চুরি করেও শেষ রক্ষা হল না। অবশেষে ধরা পড়ল পুলিশের জালে চোর। পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ বিডিও অফিসের ঘটনা। জানা গিয়েছে সরকারি অফিসে এসে চুরি করে ধরা পড়েছে ওই যুবক। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে,অভিযুক্ত কীর্তিমান যুবকের নাম প্রদীপ জানা (২৩)।
তার বাড়ি এগরা থানার বারভাগিয়া এলাকায়। ব্লক প্রশাসন সূত্রের খবর, গত ১৬ অক্টোবর এগরা-২ ব্লক অফিসের সভাগৃহ থেকে বেশ কয়েক হাজার টাকার সাউণ্ডসিস্টেম চুরি যায়। ব্লকের সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত করে ওই অভিযুক্ত যুবককে পাকড়াও করা হয়েছে।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত গৌতম দেব
অভিযুক্ত যুবকের কাছ থেকে শিক্ষাগত যোগ্যতার বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি দিনেশ কুমার প্রধান বলেন, “আমাদের অফিসে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তবে আগামী দিনে আমরা সজাগ থাকব যাতে এই ধরণের ঘটনা না ঘটে।” তবে প্রকাশ্য দিবালোকে সরকারি অফিস থেকে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও কীভাবে চুরি হয়! তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অনেকে প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584