মনিরুল হক, কোচবিহারঃ
ভোটবাড়ি সীমান্তের কিষাণ মান্ডিতে চুরির ঘটনায় ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ওই তিন জনের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া কম্পিউটার ও বেশকিছু নথি। ধৃতদের বাড়ি ভোটবাড়ি এলাকায়।

আরও পড়ুনঃ শিয়ালদহের পর টুকরো করা হল টানেল বোরিং মেশিন ‘উর্বি’কে! পরবর্তী গন্তব্য বউবাজার
জানা গিয়েছে, এদিন সন্ধ্যা নাগাদ মেখলিগঞ্জ ব্লকের কৃষক বাজারে হঠাৎ প্রচন্ড শব্দ শুনতে পান কয়েকজন বাসিন্দা। এতেই সন্দেহ হওয়ায় স্থানীয় কয়েকজন এগিয়ে যেতেই চোরের দল পালিয়ে যাবার চেষ্টা করলে একজনকে ধরে ফেলেন তারা।
মেখলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসলে আটক যুবককে পুলিশের হাতে তুলে দেন। কিষাণমান্ডি কর্তৃপক্ষের তরফেও চুরির ঘটনা নিয়ে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই মেখলিগঞ্জ থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ তদন্তে নামেন। এরপরেই কম্পিউটার উদ্ধার করার পাশাপাশি তিনজনকে গ্রেফতার করেন পুলিশ।
আরও পড়ুনঃ গড়বেতায় সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়
পুলিশের অনুমান, মেখলিগঞ্জ ব্লকের কৃষকবাজারে থাকা কিষাণমান্ডির অফিসে চুরির চেষ্টা করছিল চোরের দল। জানালার গ্রীল ভেঙে তারা ভিতরে ঢোকার চেষ্টা করছিল। একজন ধরা পড়লেও বাকিরা তৎক্ষণাৎ পালিয়েছিল। এই ঘটনার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেছেন ইতিপূর্বে কৃষক বাজার এলাকা থেকে সাইকেল চুরির ঘটনা ঘটেছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরির ঘটনার ঘন্টা তিনেকের মধ্যেই এই ঘটনায় জড়িত থাকা তিনজনকে গ্রেফতার করার পাশাপাশি চুরি যাওয়া কম্পিউটারও উদ্ধার করেছেন তারা। তাদের কাছ থেকে চুরি যাওয়া বেশকিছু নথিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া তিনজন ভোটবাড়ি এলাকারই বাসিন্দা। তবে এর পেছনে বড় ধরণের কোনও চক্র জড়িয়ে থাকার সন্দেহও তারা উড়িয়ে দিচ্ছেন না।
সেখানে বেশকিছু পুড়ে যাওয়া কাগজের ছাইও পড়ে থাকতে দেখা গিয়েছে বলে সূত্রের খবর। বেশ কিছু ইলেকট্রনিক জিনিসপত্র ভাঙচুর হয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। নথিপত্র পোড়ানো হয়েছে কিনা এইসব বিষয় নিয়েও নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি তারা তদন্ত করে দেখেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584