পিয়ালী দাস, বীরভূমঃ
তৃণমূল নেতা কাজল শেখ খুনের ছক করার ঘটনায় বীরভূম জেলা পুলিশ আরও তিনজনকে গ্রেফতার করলো। ধৃতদের নাম হল শেখ জামিরুল, হাফিজুল শেখ এবং নাসিম শেখ। ধৃতদেরকে আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন আগে শান্তিনিকেতনের তালতোর এলাকা থেকে চার বাংলাদেশিসহ স্থানীয় দুষ্কৃতীকে প্রচুর আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে বীরভূমে কোন এক রাজনৈতিক নেতাকে খুন করার উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল। তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই রহস্যের জট খোলে। তদন্তে উঠে আসে নানুর এলাকার এক কুখ্যাত দুষ্কৃতী গোপাল শেখের নাম।
আরও পড়ুনঃ দিনহাটায় কলেজ স্থাপনের দাবিতে বিডিও অফিস ঘেরাও বামছাত্র-যুবদের
বর্তমানে গোপাল শেখ গাঁজা মামলায় পশ্চিম মেদিনীপুরের জেলে বন্দি রয়েছে। শুক্রবার গোপাল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিম মেদিনীপুর থেকে বীরভূমে নিয়ে আসা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।
তবে তৃণমূল নেতা কাজল শেখকে কেন খুন করার উদ্দেশ্য ছিল তা গোপাল শেখকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে বলে ধারনা পুলিশের। বীরভূম জেলা পুলিশের উচ্চপদস্থ এক আধিকারিক জানান, সম্ভবত ব্যক্তিগত শত্রুতা থেকেই খুন করার পরিকল্পনা করেছিল গোপাল শেখ। আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রহস্য উন্মোচন করতে চাইছে পুলিশ।
বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন। জোর কদমে তদন্ত চলছে। তদন্ত সম্পন্ন হলে বলা যাবে খুন করার ছক কেন করা হয়েছিলো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584