সায়নিকা সরকার, মালদহঃ
বাস ভুল করে মালদহের চাঁচলে এসে পৌঁছানো নবম শ্রেণীর এক ছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল চাঁচল থানার পুলিশ। শনিবার দুপুরে ওই ছাত্রীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে তাকে এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়। তাকে থানায় নিয়ে এসে পুলিশ ঘটনার বিস্তারিত জেনে ওই ছাত্রীর পরিবারকে খবর দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার শ্রীরামপুর এলাকায় ওই নাবালিকা ছাত্রীর বাড়ি।
আরও পড়ুনঃ টিউটরদের দুর্দশার কথা এবার স্বল্প দৈর্ঘ্যের সিনেমায়
শুক্রবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে বিশেষ কাজে স্কুল গিয়েছিল সে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভুল বাসে চেপে ঠিকানা ভুল করে চাঁচলে চলে আসে।
রাতে চাঁচল থানার পুলিশ টহল দেওয়ার সময় নেতাজি মোড়ে ওই নাবালিকা ছাত্রীকে ঘোরাঘুরি করতে দেখে। তাতে পুলিশের সন্দেহ হয়। তার পরিবারের সাথে যোগাযোগ করে চাইল্ড লাইনের মাধ্যমে এদিন ওই নাবালিকা ছাত্রীকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584