লকডাউনে স্তব্ধ পশ্চিম মেদিনীপুর জেলার জনজীবন

0
21

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

লকডাউনের সরকারি নির্দেশ উপেক্ষা করেই রাস্তায় বেরিয়ে ছিলেন কেউ কেউ। বারংবার এমনই ঘটনা ঘটছে মেদিনীপুর শহরে। বৃহস্পতিবার শহরের বিভিন্ন জায়গায় লকডাউন ভঙ্গকারীদের কান ধরে উঠবস করিয়ে সবক শেখালো পুলিশ।

police | newsfront.co
ধরপাকড়। নিজস্ব চিত্র

আগস্ট মাসের সম্পূর্ণ লকডাউন এর আগে ৪ বার হয়েছে ,বৃহস্পতিবার ছিল পঞ্চম সম্পূর্ণ লকডাউন। লকডাউন কার্যকর করতে এদিন সকাল থেকেই তৎপর ছিল পুলিশ। ড্রোন ক্যামেরার মাধ্যমে মেদিনীপুর শহরে পুলিশ নজরদারির কাজ করে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। এছাড়াও শহরের রাজপথ এমনকি গলিপথেও পুলিশি টহলদারি ছিল চোখে পড়ার মতো। অন্যান্য লকডাউনের দিনগুলির মতোই বৃহস্পতিবারের লকডাউনও প্রায় পুরোপুরি সফল হয়।

people | newsfront.co
নিজস্ব চিত্র

শহরের সমস্ত রাস্তাঘাটগুলি ছিল শুনশান। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে বের হতে দেখা যায়নি। যারা রাস্তায় বের হচ্ছিলেন তাদেরকে পুলিশ ধরে জিজ্ঞাসাবাদ করেন এমনকি প্রয়োজনীয় কাগজপত্রও দেখেন। শহরের বটতলা চক, কেরানিতলার চক প্রভৃতি এলাকায় কিছু যুবককে অপ্রয়োজনীয় ভাবে যাতায়াত করতে দেখা পুলিশ।

punished | newsfront.co
কানধরে উঠবস। নিজস্ব চিত্র

কেন, কোথায় যাওয়া হচ্ছে সে বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি তারা। সেই সব যুবকদের রাস্তার মাঝেই কান ধরে উঠবস করিয়ে তাদের ভুল শোধরানোর চেষ্টা করেছে পুলিশ। কান ধরে উঠবস করানোর ঘটনা সংবাদমাধ্যম এবং সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই কিছুক্ষণ পর শহর আরও শুনশান হয়ে যায় ।অপরদিকে সকাল থেকেই লকডাউন সফল করতে অভিযানে নামে খড়গপুর টাউন থানার পুলিশ।

আরও পড়ুন: কবে ঘটবে দীর্ঘ অবসান?বর্ষা আসলেই চিন্তায় লোয়াদা এলাকার বাসিন্দারা

সকাল থেকে পুলিশি তৎপরতা চোখে পড়ে শহরজুড়ে। শহরের বিভিন্ন প্রান্ত যেমন গেট বাজার, মালঞ্চা ,নিমপুরা, খরিদা,বাসস্ট্যান্ড,ইন্দা, বিদ্যাসাগরপুর থেকে লকডাউন অমান্যকারীদের আটক করেছে পুলিশ। লকডাউন না মেনেই দোকান খুলে বসে ছিলেন বেশ কয়েকজন, সেই সব দোকানদারদের আটক করে খড়্গপুর টাউন থানার পুলিশ।

অভিযানে ছিলেন খোদ খড়গপুর পুর টাউন থানার আইসি রাজা মুখার্জি। একাধিক বাইক সহ ৪০ জনকে আটক করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। এদিকে খড়গপুর শহরে লকডাউন সফল করতে রাস্তায় নামানো হয় সিভিক ভলেন্টিয়ার পুলিশদেরকেও। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার জনজীবন ছিল স্তব্ধ, গণপরিবহন ব্যবস্থাও বন্ধ ছিল, রাস্তাঘাটে যানবাহন চলাচল করেনি লোকজনের সেরকম রাস্তায় দেখা পাওয়া যায়নি।

আরও পড়ুন: করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি শুরু দক্ষিণ দিনাজপুরে

তবে লকডাউন অমান্য করে রাস্তায় বেরোনো শতাধিক মানুষকে পুলিশ আটক করেছে। মেদিনীপুর শহর ও গড়বেতায় লকডাউন অমান্য কারীদের কান ধরে উঠবস করিয়েছে পুলিশ। যার ফলে লকডাউন সম্পূর্ণভাবে সফল হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here