নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন সাউথ কলোনীতে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। এরপর সেখানে থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি।
তবে কাওকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে যে প্রায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার হয়েছে। এবং লাগাতার এরকম ভাবেই অভিযান চালানো হবে।
আরও পড়ুনঃ কালীপুজোর আগে শব্দবাজি বাজেয়াপ্ত শিলিগুড়িতে
শব্দবাজির ওপর আদালতের নিষেধাজ্ঞা জারি হবার পর থেকেই শহর শিলিগুড়ির বিভিন্ন এলাকায় একের পর এক বাজি উদ্ধার শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। যা নিয়ে চিন্তায় পরেছে প্রশাসনিক কর্তারা। তবে গোটা বিষয়টির উপর নজর রাখছে পুলিশ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584