মাদক কাণ্ডে ধৃত বিজেপি যুব নেত্রীর শপিং মলে তল্লাশি পুলিশের

0
69

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

অবশেষে নিউটাউনের শপিং মলে থাকা বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর পার্লারের চাবি পেল পুলিশ। পামেলাকে সঙ্গে নিয়েই মাদক পাচার কাণ্ডে সেই পার্লারে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাঁদের সঙ্গে রয়েছেন পামেলার সঙ্গী তথা বিজেপি যুব নেতা প্রবীর কুমার দে ও তাঁদের দেহরক্ষী।

pamela goswami | newsfront.co
ছবিঃ ফেসবুক

মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বিজেপির যুবমোর্চার সম্পাদক তথা অভিনেত্রী পামেলা গোস্বামীকে।প্রসঙ্গত, প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ৯০ গ্রাম কোকেন-সহ পামেলা ও বিজেপি যুব নেতা প্রবীর কুমার দে ও তাঁদের দেহরক্ষীকে গ্রেফতার করে পুলিশ। তারপরই রবিবার পামেলার পার্লারে তল্লাশি চালানোর উদ্যোগ নেয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই পার্লারে বসেই সমস্ত লেনদেন চালাতেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ তোলাবাজ ভাইপো এখনই যেন ফাঁসির মঞ্চে না যান! কটাক্ষ শুভেন্দুর

অবশেষে চাবি পাওয়া যাওয়ায় তল্লাশি শুরু হয়। অন্যদিকে পামেলা পুলিশের বিরুদ্ধে তাঁকে ফাঁসানোর অভিযোগ এনেছেন। সিআইডি তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি।পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে নিউটাউনের একটি মলের থার্ড ফ্লোর-এ পামেলার একটি পার্লার বা সালোঁয় পৌঁছয় পুলিশ। বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক পামেলা গোস্বামীকে সঙ্গে নিয়েই এদিন তাঁর সালোঁয় হানা দেয় পুলিশ। জানা গিয়েছে, শনিবারও তাঁর সেই সালোঁয় গিয়েছিল পুলিশ। কিন্তু চাবি না থাকায় সেদিন আর তল্লাশি হয়নি।

রবিবার দুপুরে ফের সেই সালোঁয় হাজির হয় নিউ আলিপুর থানার পুলিশ। চলে তল্লাশি।নিউ টাউনের শপিং মলে সেই সালোঁ পামেলা ভাড়া নিয়েছিলেন। পুলিসের সন্দেহ, মাদকের লেনদেন চলত সেই সালোঁ থেকেই। সেই সালোঁয় কারা আসত, তাও খতিয়ে দেখছে পুলিস। তল্লাশির পর বেশ কিছু তথ্য হাতে আসবে বলেও মনে করছে পুলিস। মাদকসহ গ্রেফতার হওয়ার পর থেকেই বিজেপির নেতা রাকেশ সিং-এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন পামেলা। তিনি জানিয়েছেন, রাকেশ সিং তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। আলিপুর থানার ওসি অমিতশংকর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন পামেলা।

আরও পড়ুনঃ এবার সিবিআই নোটিশ অভিষেকের শ্যালিকাকে

বিজেপি যুব নেত্রীর দাবি, রাকেশ সিং ও অমিতশংকর মুখোপাধ্যায় মিলে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। এমনকী তাঁকে কোনওভাবেই কথা বলতে দেওয়া হচ্ছে না। ভোটের আগে বিজেপি-র ভাবমূর্তি নষ্ট করতে তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন পামেলা। প্রসঙ্গত, ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন পামেলা। এর পরের বছরই তিনি বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক হন।

তার পর থেকেই তাঁর রাজনৈতিক উত্থান হয়েছে জেটগতিতে। মাদক-কাণ্ডে গ্রেফতারের পর থেকেই নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করছেন পামেলা। কোর্ট লক-আপে যাওয়ার পথেও পামেলা বারবার বলছিলেন, তাঁকে রাকেশ সিং মিথ্যে মামলায় ফাঁসাতে চাইছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here